কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের মানিক ভট্টাচার্যকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র। গত সোমবারও ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি৷ আগামী সপ্তাহে ফের তলব করা হল অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে।
আরও পড়ুন- থানার আইসির বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ তুললেন খোদ তৃণমূল বিধায়ক!
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পরই পদ থেকে অপসারণ করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেই সিবিআই তলব করেছিল তাঁকে। কিন্তু, সেবার হাজিরা দেননি প্রাক্তন সভাপতি। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফরির পর গত ২৭ জুলাই মানিক ভট্টাচার্যকে তলব করে ইডি। তিনি আদৌ সেই তলবে হাজিরা দেবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। সেদিন নির্দিষ্ট সময়ের আগেই অবশ্য সিজিও কম্পলেক্সে পৌঁছে যান মানিক ভট্টাচার্য।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>