‘নিখোঁজ’ শাহজাহানকে ফের ডাকল ইডি, হাজিরা নিয়ে ‘ধোঁয়াশা’

‘নিখোঁজ’ শাহজাহানকে ফের ডাকল ইডি, হাজিরা নিয়ে ‘ধোঁয়াশা’

cbi-searching-for-shahjahan-sheikhs-mobile

ed

কলকাতা: এক মাস হতে চলল৷ এখনও উধাও সন্দেশখালির ‘বাঘ’ শাহজাহান শেখ৷ ‘নিখোঁজ’ তৃণমূল নেতাকে ফের তলব করল ইডি। আগামী ৭ ফেব্রুয়ারি, বুধবার  সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। ইডি-র তলবে শাহজাহান সিজিও-তে যাবেন কি না, তা নিয়ে অবশ্য সন্দেহ রয়েছে। কারণ, এর আগে একটি সমন এড়িয়ে গিয়েছেন তিনি। এই নিয়ে দ্বিতীয় বার ডাকা হল পলাতক তৃণমূল নেতাকে। জানা গিয়েছে, ই-মেল মারফত দ্বিতীয়বার সমনটি পাঠানো হয়েছে শাহজাহানকে৷ উল্লেখ্য, রেশন বন্টন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে মার খেতে হয়েছিল ইডি-র আধিকারিকদের৷ জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে পাওয়া নামের সূত্র ধরেই শাহজাহানের বাড়িতে পৌঁছেছিল ইডি৷ সে দিনের পর থেকেই উধাও শাহজাহান৷ এর পর অবশ্য তাঁর বাড়িতে গিয়ে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা৷ তবে তেমন কিছুই উদ্ধার হয়নি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =