এবার প্রশ্নের মুখে পার্থের মেয়ে-জামাই! ইমেল করে কলকাতায় তলব করল ED

এবার প্রশ্নের মুখে পার্থের মেয়ে-জামাই! ইমেল করে কলকাতায় তলব করল ED

e145526cef56fbba07c53e62d850de0c

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দিন বারো আগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ আপাতত ইডি হেফাজতেই রয়েছেন তিনি৷ এরই মধ্যে বেশ কয়েকবার তাঁর আমেরিকাবাসী মেয়ে সোহিনী ভট্টাচার্য ও জামাই কল্যাণময় ভট্টাচার্য-সহ ঘনিষ্ঠ আত্মীয়দের প্রসঙ্গ উঠেছে৷ তবে তাঁদের নিয়ে বিশেষ কথা হয়নি। এ বার স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক টেট দুর্নীতি মামলায় ডাক পড়ল সোহিনী-কল্যাণময়ের।  ইতিমধ্যেই আমেরিকায় ই-মেল পাঠানো হয়েছে পার্থের মেয়ে-জামাইয়ের কাছে৷ অবিলম্বে তাঁদের কলকাতায় আসার কথা জানিয়েছে ইডি। 

আরও পড়ুন- যেন সোনার খনি! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে কী কী ছিল

ইডি-র দাবি, সরকারি চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা লুঠ করা হয়েছে৷ এবং সেই টাকা বিভিন্ন সম্পত্তিতে বিনিয়োগ করা হয়েছে৷ এই গোটা প্রক্রিয়ায় পার্থ-অর্পিতার যোগসূত্র ‘ক্রিস্টাল ক্লিয়ার’ বা ‘স্ফটিকের মতন স্বচ্ছ’। পার্থের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা কম্পিউটারের সিপিইউ এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার ২০টি মোবাইল থেকে শিক্ষা ক্ষেত্রে বেআইনি নিয়োগ, আদায় করা টাকার উৎস ও প্রভাবশালী যোগের একাধিক তথ্য মিলেছে বলে ইডি সূত্রে খবর৷ সেই তদন্তে এ বার ইডি-র নজরে পার্থের মেয়ে-জামাই৷ 

তদন্তকারীদের দাবি, অর্পিতা ছাড়াও পার্থের পরিবারের বিভিন্ন সদস্যের নামে আরও একটি সংস্থার খোঁজ মিলেছে৷ ‘অনন্ত টেক্সফেব প্রাইভেট লিমিটেড’ নামে ওই সংস্থার ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে অর্পিতার বেলঘরিয়ার একটি ফ্ল্যাটের নাম৷ সেখান থেকে ইতিমধ্যেই বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধার করেছে ইডি৷ তদন্তকারীরা বলছেন, কোনও সংস্থার ঠিকানা থেকে টাকা বা সোনা উদ্ধার হলে তার দায় বার্তায় সংস্থার ডিরেক্টরদের উপরেই৷ অনন্ত টেক্সফেবের নামেও বিভিন্ন জায়গায় জমি-বাড়ি কেনা হয়েছে। ইডি-র দাবি, এই সংস্থাগুলির বিষয়ে সোহিনী ও কল্যাণময়কেও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে৷ কল্যাণময়ের একাধিক আত্মীয়ের বিষয়সম্পত্তি নিয়েও খোঁজ খবর শুরু হয়েছে৷ 

শুক্রবার ফের পার্থ ও অর্পিতাকে আদালতে তুলবে ইডি। তদন্তকারীদের অভিযোগ, ১০ বছরেরও বেশি সময় ধরে নিয়োগ দুর্নীতির লুটের টাকায় একের পর এক সংস্থা খুলেছেন পার্থ-অর্পিতা, নামে-বেনামে সম্পত্তি কিনেছেন এবং নানা ভাবে বিভিন্ন জায়গায় টাকা পাচার করেছেন।