মেট্রোডেয়ারি মামলায় স্বরাষ্ট্রসচিবকে তলব ED-র

মেট্রোডেয়ারি মামলায় স্বরাষ্ট্রসচিবকে তলব ED-র

কলকাতা: মেট্রোডেয়ারি মামলায় স্বরাষ্ট্রসচিবকে তলব করল ইডি৷ মেট্রোডেয়ারি হস্তান্তর সংক্রান্ত তথ্য চেয়েই তলব করা হয়েছে স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে৷ 

আরও পড়ুন-  ‘ভুল করে, মুখ ফস্কে বেরিয়ে গেছিল!’ নন্দীগ্রামে প্রার্থী হওয়া নিয়ে মমতাকে খোঁচা

ইডি সূত্রে খবর, চলতি সপ্তাহেই স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে৷  ইডির দফতরে গিয়ে দেখা করতে বলা হয়েছে তাঁকে৷ মেট্রোডেয়ারির শেয়ার যখন হস্তান্তর হয়, তখন কী পদ্ধতি অনুসরণ করা হয়েছিল, বৈঠকে  কী কথা হয়েছিল, স্বরাষ্ট্রসচিবের কাছ থেকে  তা বিস্তারিত ভাবে জানতে চাওয়া হবে৷ প্রসঙ্গত, এইচকে দ্বিবেদী সেই সময় অর্থ মন্ত্রকের সঙ্গে যুক্ত ছিলেন৷ এবং শেয়ার হস্তান্তর সংক্রান্ত বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি৷ ওই বৈঠকে কারা কারা শেয়ার হস্তান্তর সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছিলেন, হস্তান্তর প্রক্রিয়া কী ভাবে সম্পন্ন করা হয়েছিল, সেই বিষয়ে বিস্তারিক তথ্য জানতে চাওয়া হবে তাঁর কাছে৷ সেই কারণেই দ্বিবেদীকে তলব করেছেন ইডি’র অফিসাররা৷ চলতি সপ্তাহেই সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি’র দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে৷

প্রসঙ্গত, স্বরাষ্ট্রসচিবকে তলবের ঘটনায় এদিন ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরকারি কর্মীদের হেনস্থা করার অভিযোগ তোলেন তিনি৷ এদিন শালতোড়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ দেশ চালানো৷ তা না করে উনি কলকাতায় বসে চক্রান্ত করছেন কাকে গ্রেফতার করানো যায়৷ শিল্পপতিদের ঘরে হানা দেওয়া হচ্ছে৷ আমিত শাহ নিজেকে কী মনে করেন?’’ নন্দীগ্রামের আন্দোলনকারীদের বিরুদ্ধে বেছে বেছে নোটিশ পাঠানো হচ্ছে বলেও অভিযোগ তাঁর৷ ভোটের মুখে চাপ বাড়াতেই কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। 

আরও পড়ুন- একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে হারাতে দিল্লির তাবড় নেতারা বাংলায় নিত্যযাত্রা করছেন: অভিষেক

প্রসঙ্গত, দিন কয়েক আগে আইকোর মামলায় ডেকে পাঠানো হয়েছিল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ ইডি’র নোটিস পেয়েছেন মদন মিত্রও৷ সারদাকাণ্ডে আর্থিক তছরুপ মামলায় ডেকে পাঠানো হয়েছে তাঁকে৷    
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − one =