Aajbikel

ইডি-র তলবে সাড়া, ২ জন আইনজীবীকে সঙ্গে নিয়ে সিজিওতে পার্থ ঘনিষ্ঠ বাপ্পাদিত্য

 | 
বাপ্পাদিত্য

কলকাতা: সিবিআইয়ের পর এবার ইডির তলব। বৃহস্পতিবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। যিনি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত৷ 

বৃহস্পতিবার বেলা সওয়া ১১টা নাগাদ দু'জন আইনজীবীকে সঙ্গে নিয়ে সিজিও-তে পৌঁছান বাপ্পাদিত্য। সাংবাদমাদ্যমের প্রতিনিধিদের জানান,  তাঁর কাছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আয়কর রিটার্ন চাওয়া হয়েছিল। সেগুলো জমা দিতেই সিজিও কমপ্লেক্সে এসেছেন৷  যদিও ইডি-র দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক সাক্ষীর মুখে উঠে এসেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বাপ্পাদিত্যের নাম৷ ফলে নিয়োগ মামলায় তাঁর জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেন্দ্রীয় গোয়েন্দারা৷ 

Around The Web

Trending News

You May like