মেট্রো ডেয়ারি ‘দুর্নীতি’ মামলায় বাংলার ৪ IAS-কে তলব ED-র! বাড়ছে বিপত্তি!

মেট্রো ডেয়ারি ‘দুর্নীতি’ মামলায় বাংলার ৪ IAS-কে তলব ED-র! বাড়ছে বিপত্তি!

কলকাতা: মেট্রো ডেয়ারি মামলায় বাংলার ৪ সিনিয়র আমলাকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তাঁদের মধ্যে অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও রয়েছেন বলে খবর৷ সর্বভারতীয় সংবাদসংস্থা ‘দ্য প্রিন্টে’ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী ২২ জুনের মধ্যে মামলা সংক্রান্ত ইডি-র প্রশ্নের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। যদিও সংশ্লিষ্ট মামলায় রাজ্য সরকারের আমলাদের নোটিস দেওয়ার বিষয়টিকে 'রাজনৈতিক প্রতিহিংসা' বলে ব্যাখ্যা করেছে নবান্ন!

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজ্যের অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ছাড়াও অন্য ৩ জন হলেন প্রাণীসম্পদ বিকাশ দফতরের সচিব ভগবতীপ্রসাদ গোপালিকা, রিনিউএবল এনার্জি সোর্সের সচিব রাজীব কুমার এবং ট্রাইবাল ডিপার্টমেন্টের সচিব রাজেশ সিংহ। যদিও ২০১৭ থেকে ২০১৯ সালের এই সময়সীমার মধ্যে ওই ৪ জন প্রাণীসম্পদ বিকাশ দফতরের সচিব হিসেবে নিযুক্ত ছিলেন। সূত্রের খবর, মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি নিয়ে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তার তদন্তে ওই চার আমলার বক্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে বলেই তলব করেছে ইডি।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবারের চিঠিতে ইডি সাফ জানিয়েছে, আগামী ২২ জুনের মধ্যে ওই ৪ আমলাকে হাজির হতে হবে। ইডি-র তরফে জানানো হয়েছে, '৪ কর্তাকে ডাকা হয়েছে। মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির ক্ষেত্রে যে তথ্য পাওয়া গেছে, তাতে ওই আইএএস অফিসারদের বক্তব্য জানা প্রয়োজন। তবে এই করোনা পরিস্থিতির জন্য দফতরে আসতে না পারলে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও তাঁরা হাজির হতে পারেন। নোটিসের সঙ্গে প্রশ্নও পাঠানো হয়েছে তাঁদের।’

বিজ্ঞাপন

এদিকে সরকারি আমলাদের তলব সংক্রান্ত ইডি-র ওই নোটিসের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করা হয়েছে রাজ্য সরকারের তরফে। মেট্রো ডেয়ারিরি শেয়ার হস্তান্তর স্বচ্ছভাবেই হয়েছে বলে জানানো হয়েছে নবান্নের পক্ষে। ৫০০ কোটি টাকার শেয়ার মাত্র ৮৫ কোটিতে বিক্রি হওয়ার যে অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গে ওই প্রতিবেদনে এক শীর্ষ আধিকারিক বলেন, 'নিয়ম মেনেই শেয়ার বিক্রি করা হয়েছিল। এরপর সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা সেই শেয়ারের অংশ কাকে, কত দরে বিক্রি করবে, তা তাদের নিজস্ব ব্যাপার।'

আরও বিস্তারিত পড়ুন- https://theprint.in/india/ed-summons-4-top-ias-officers-of-mamata-govt-in-metro-dairy-case-says-has-strong-evidence/441632/ এই লিঙ্কে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =