নিয়োগকাণ্ডে এবার ‘কালীঘাটের কাকু’কে তলব ইডির, মঙ্গলবার হাজিরার নির্দেশ

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এবার তলব করা হল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে৷ শনিবার দিনভর তাঁর বেহালায় একাধিক ঠিকানায় হানা দিয়ে তল্লাশি অভিযান চালিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অফিসাররা। সে দিন কয়েক দফা জিজ্ঞাসাবাদও করা হয়েছিল সুজয়কে। তাঁর থেকে আরও তথ্য জানতে এবার ‘কালীঘাটের কাকু’কে আরও জেকে পাঠাল ইডি। সূত্রের খবর, আগামী মঙ্গলবার তলব করা হয়েছে কালীঘাটের কাকুকে৷
শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। নিজাম প্যালেসে তাঁকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তখন সুজয়ের বাড়ি, ফ্ল্যাট, অফিস-সহ তাঁর সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। এর আগে সুজয়ের বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালিয়েছিল অপর এক কেন্দ্রীয় সংস্থা সিবিআই-ও। সে সময় সুজয়ের বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা এবং একটি অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়৷ তাঁর কাছ থেকে একটি ফোনও বাজেয়াপ্ত করা হয়৷ শনিবারের তল্লাশিতে কী কী উদ্ধার হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে সোমবার সুজয়ের যোগ রয়েছে এমন একটি সংস্থার আধিকারিককে ডেকে পাঠানো হল। ওই সংস্থার আর্থিক লেনদেন এবং টাকার উৎস রয়েছে তদন্তকারীদের স্ক্যানারে। সে ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করা হবে অমিতকে।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষই প্রথম কালীঘাটের কাকুর নাম প্রকাশ্যে আনেন৷ পরে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ব্যবসায়ী তাপস মণ্ডলও কালীঘাটের কাকুর নাম উল্লেখ করেন৷ তিনি জানান, কুন্তল নাকি তাঁকে আশ্বাস দিয়ে বলতেন, ‘‘কালীঘাটের কাকুর সঙ্গে কথা হয়ে গিয়েছে। চিন্তার কোনও কারণ নেই।’’ পরে গোপাল দলপতিকে জেরা করে জানা যায়, কালীঘাটের ‘কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ আসলে রাজ্যের এক প্রভাবশালী শীর্ষ নেতার সংস্থার সিইও। তার পর থেকেই ইডি-সিবিআই নজরে রয়েছেন কালীঘাটের কাকু৷