সারদা কাণ্ডে এবার শুভাপ্রসন্নকে তলব করল ED

সারদা কাণ্ডে এবার শুভাপ্রসন্নকে তলব করল ED

 

কলকাতা: সারদা কাণ্ডে শিল্পী শুভাপ্রসন্নকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ১৫ মার্চ সল্টলেক সিজিও কমপ্লেক্সে দুপুর ১২টার মধ্যে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ এর আগেও সারদা চিটফাণ্ড কাণ্ডে শুভাপ্রসন্নকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি৷ 

আরও পড়ুন-   বিজেপির হয়ে বাংলার ময়দানে গৌতম, থাকবেন এখানেই!

সারদা মামলায় শিল্পী শুভাপ্রসন্নকে নোটিস পাঠিয়ে ১৫ তারিখ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে৷ ইডি’র নোটিস প্রাপ্তির কথা স্বীকার করেছেন তিনিও৷ কিন্তু আগামী ১৫ মার্চ তিনি সশরীরে সিজিও কমপ্লেক্সে যাবেন নাকি, তাঁর অ্যকাউনটেন্টরা ইডি’র সামনে হাজিরা দেবেন, তা স্পষ্ট করেননি৷ প্রসঙ্গত, এর আগেও শুভাপ্রসন্নকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআইই-ও৷ কেন লোকসানে চলা টিভি চ্যানেল ৬ কোটি টাকা দিয়ে কিনেছিলেন সুদীপ্ত সেন, সেই বিষয়ে জানাতে চাওয়া হয়েছি শুভাপ্রসন্নের কাছে৷ তবে তাঁর উত্তরে সন্তুষ্ট হননি সিবিআই কর্তারা৷

তদন্তকারী আধিকারিকদের ধারণা ছিল,  ‘শাসক দলের ঘনিষ্ট’ এই চিত্রশিল্পী বিশেষ প্রভাব খাটিয়েই এই চ্যানেলটি ক্রয় করতে সক্ষম হয়েছিলেন।  একই সঙ্গে শুভাপ্রসন্নর ‘আর্টস একরে’ কে কে অর্থ লগ্নী করেছিল তাও জানতে চেয়েছিল তদন্তকারী অফিসাররা। 

আরও পড়ুন-  লড়ছেন না দিলীপ, টিকিট পেলেন তৃণমূল থেকে যাওয়া হিরণ

শুভাপ্রসন্ন ছাড়াও সমীর চক্রবর্তীকে সারদা মামলায় তবল করেছে ইডি৷ আগামী ১২ মার্চ তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ সমীর চক্রবর্তী তালড্যাংরার তৃণমূল বিধায়ক৷ কবে ২০২১ সালে টিকিট পাননি তিনি৷ অবশ্য তিনি প্রার্থী হতে চান না বলে আগেই জানিয়েছিলেন সমীরবাবু৷       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + seven =