Aajbikel

লিপ্‌স অ্যান্ড বাউন্ডস নিয়ে হাই কোর্টে রিপোর্ট পেশ ইডি-র, কী বললেন বিচারপতি সিনহা?

 | 
অভিষেক-অমৃতা সিনহা

কলকাতা: ইতিমধ্যেই ইডি-র কাছে জমা পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির ডিরেক্টরের নথি৷ মঙ্গলবার ইডি-র আইনজীবী আদালতে জানান, লিপ্‌স অ্যান্ড বাউন্ডস কোম্পানির সিইও ৫,৫০০ পাতার নথি জমা দিয়েছেন৷ এর পরেই কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কী? অল্প কথায় মুখবন্ধ খামে ইডি-কে প্রশ্নের জবাব দিতে বলেছিল আদালতে৷ বৃহস্পতিবার সেই জবাব জমা পড়ল হাই কোর্টে। বৃহস্পতিবারই বিচারপতি সিনহার বেঞ্চে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। বিচারপতি সেই রিপোর্ট গ্রহণ করেছেন৷ জানিয়েছেন, রিপোর্ট দেখার পরেই যা বলার বলবেন৷ 


প্রসঙ্গত, অভিষেকের সংস্থা লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত বিভিন্ন তথ্য জানানোর জন্য আগেই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। এই সংস্থার ছ’জন ডিরেক্টরের নাম, তাঁদের সম্পত্তির পরিমাণ, সংস্থার লেনদেনের হিসাব,এই সংস্থার ক্লায়েন্ট কারা, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সিইও অভিষেক ও তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত বিবরণ,  সংস্থার সব কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ নিওগ সংক্রান্ত তথ্য ইত্যাদি জানাতে বলা হয়েছিল হাই কোর্টে। 

Around The Web

Trending News

You May like