Aajbikel

তাঁর নির্দেশে মার খেয়েছিল ইডি! সেই শাহজাহান এবার ইডির হাতে গ্রেফতার

 | 
শেখ শাহজাহান

কলকাতা: সন্দেশখালিকে রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে শেখ শাহজাহানের অনুগামীগের হাতে মার খেতে হয়েছিল ইডি আধিকারিকদের৷ এবার সেই ইডি-র হাতেই গ্রেফতার হলেন সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা৷ জেলে দীর্ঘ সময় জেরার পর গ্রেফতার করা হয়েছে তাঁকে। অভিযোগ, তদন্তে কোনওরকম সহযোগিতা করেননি সন্দেশখালির ‘বাদশা’। 

৫৫ দিন নিখোঁজ থাকার পর মিনাখাঁ থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন শেখ শাহজাহান৷ কিন্তু, কলকাতা হাই কোর্টের নির্দেশে তাঁকে সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়৷  অন্যদিকে তদন্তে নেমে এবার ইডি তাঁকে শ্যোন অ্যারেস্ট করল। তবে আজ বসিরহাট জেলেই থাকতে হবে শাহজাহানকে। জমি দখল, ভেড়ি দখল এবং মাছের আমদানি-রফতানি সংক্রান্ত অভিযোগের মামলায় শাহজাহানকে জেরা করার অনুমতি পায় ইডি৷ তার পরেই এই গ্রেফতার৷ 

Around The Web

Trending News

You May like