রোজভ্যালি কাণ্ডে সক্রিয় ED, বাজেয়াপ্ত করা হল ২৭ কোটির সম্পত্তি

রোজভ্যালি কাণ্ডে সক্রিয় ED, বাজেয়াপ্ত করা হল ২৭ কোটির সম্পত্তি

 

কলকাতা:  কলকাতা:  রোজভ্যালি কাণ্ডে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ রোজভ্যালির ২৬ কোটি ৯৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনে বেআইনি অর্থলগ্নি সংস্থার মালিকানাধীন বিভিন্ন হোটেল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত  করা হয়েছে৷ 

আরও পড়ুন- মহালয়ার দিনই গানের অ্যালবাম প্রকাশ! আত্মপ্রকাশ ‘গায়িকা’ মমতার

সম্প্রতি রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর বাড়িতে অভিযান চালায় ইডি৷ শুভ্রাদেবীর বাড়ি থেকে তাঁদের হাতে বেশ কিছু তথ্যও হাতে পান ইডির তদন্তকারী অফিসাররা। রোজ ভ্যালির অধীনে থাকা বিভিন্ন হোটেল, বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ডিমান্ড ড্রাফটের সন্ধান পায় ইডি। এর আগেও রোজ ভ্যালির বিভিন্ন সম্পত্তি দফায় দফায় বাজেয়াপ্ত করা হয়েছে৷ গত এপ্রিল মাসেই রোজ ভ্যালির ৩০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল৷ তার আগে গৌতম কুণ্ডুর বেশ কয়েকটি বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। 

উল্লেখ্য,  প্রায় ১৭ হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর বিরুদ্ধে। রোজ ভ্যালি কাণ্ডে তদন্ত করছে সিবিআই এবং ইডি। ২০১৩ সালে রোজ ভ্যালি কাণ্ডের তদন্তভার হাতে নেয় ইডি। পরের বছর ২০১৪ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে রোজ ভ্যালি কাণ্ডের তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ২০১৫ সালে রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করা হয়৷ জেলে যেতে হয় গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকেও। এক সময় রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের দুই সাংসদ তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ও৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *