Aajbikel

প্রায় ১২০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত রোজভ্যালির, পদক্ষেপ ইডির

 | 
rosevally

কলকাতা: রোজভ্যালি কাণ্ড নিয়ে একসময় তোলপাড় শুরু হয়েছিল রাজ্যে। এখনও তার যে আঁচ আছে তা বলাই বাহুল্য। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু বর্তমানে জেলবন্দি। তাঁর স্ত্রী শুভ্রা কুন্ডুকেও গ্রেফতার করা হয়েছে। ইডি এবং সিবিআই দুই কেন্দ্রীয় সংস্থাই এই মামলায় সমানভাবে কাজ করে চলেছে। এবার জানা গেল, ইডি নতুন করে ৫৪ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে রোজভ্যালির। সব মিলিয়ে মোট প্রায় বারশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। 

আগেও রোজভ্যালি মামলায় একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। এবার নতুন করে যে ৫৪ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তাতে পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহারে একাধিক বাড়ি, জমি আছে। এগুলি মিলিয়ে মোট ১১৭১.৭১ কোটি টাকার সম্পত্তি আছে বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। তারা এও জানিয়েছে, রোজভ্যালিকাণ্ডে স্থাবর, অস্থাবর মিলিয়ে এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা। আগে বাজেয়াপ্ত করা হয়েছিল গৌতম কুণ্ডুর বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি যার দাম প্রায় ২৭ কোটি টাকা। তাঁকে এবং তাঁর স্ত্রীকে জেরা করেই এইসব সম্পত্তির হদিশ মিলেছে বলে জানা গিয়েছে। 

উল্লেখ্য, গৌতম কুণ্ডু গ্রেফতারের পর থেকেই রোজভ্যালি গোষ্ঠীর যত সম্পত্তি রয়েছে তার তালিকা তৈরি শুরু করে তদন্তকারী সংস্থা ইডি। গৌতম কুণ্ডুর বাড়ি, অফিস এবং তাঁর গচ্ছিত টাকার হিসাবও তারা খতিয়ে দেখে। পরবর্তী কালে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডু।  

Around The Web

Trending News

You May like