কয়লাকাণ্ডে ED হানা, অনুপ মাঝি ও গণেশ বাগাড়িয়ার বাড়িতে তল্লাশি

কয়লাকাণ্ডে ED হানা, অনুপ মাঝি ও গণেশ বাগাড়িয়ার বাড়িতে তল্লাশি

কলকাতা: কয়লা পাচার কাণ্ডে তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা ও পুরুলিয়ায় বেশ কয়েকটি জায়গায় একযোগে তল্লাশি চলাচ্ছেন ইডি আধিকারিকরা৷ কলকাতার বিধাননগর ও  লেক টাউনে  তল্লাশি চলছে৷ কয়লা পাচার কাণ্ডের মূল পাণ্ডা অনুপ মাঝি ওরফে লালা ও গণেশ বাগাডিয়ার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি’র ৪টে দল৷ এই ৪টি দলে রয়েছেন ৩০জন ইডি আধিকারিক৷ 

আরও পড়ুন- BJP-র রাজ্য কমিটির বৈঠকে ‘নজরে’ রাজীব-কৈলাস, কোন পথে হাঁটবেন দুই নেতা?

এদিকে কয়লা কাণ্ডে জুলাই মাস পর্যন্ত সুপ্রিম কোর্টের রক্ষাকহচে রয়েছেন লালা৷ অর্থাৎ জুলাই মাস পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না৷ জুলাই মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে৷  ততদিন সিবিআইয়ের নাগালের বাইরে থাকবেন লালা। গত বছর নভেম্বর মাসে সিবিআই কয়লা পাচার–কাণ্ডের তদন্তে মামলা দায়ের করেছিল৷ এর পর থেকে দফায় দফায় রাজ্য জুড়ে অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী দল। তদন্তে উঠে আসে অনুপ মাজি ওরফে লালার নাম। জানা যায়, কয়লা পাচার করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি। বিপুল পরিমাণ সম্পত্তি, বিলাসবহুল জীবন দেখে তদন্তকারী অফিসারদের চোখ কপালে ওঠে। এর পরেই পুরুলিয়ার নিতুড়িয়া এবং কলকাতার বাড়িতে হানা দেয় সিবিআই৷ যদিও লালার দেখা মেলেনি। এই মামলায় পরে তদন্ত শুরু করেই ইডি-ও৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 10 =