দুর্নীতির প্রত্যক্ষ সুবিধাভোগী মানিক-পুত্র! আদালতে স্পষ্ট দাবি ইডির, জামিনের বিরোধিতা

দুর্নীতির প্রত্যক্ষ সুবিধাভোগী মানিক-পুত্র! আদালতে স্পষ্ট দাবি ইডির, জামিনের বিরোধিতা

ed

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় আরও চাপ বাড়ল গ্রেফতার হওয়া মানিক ভট্টাচার্যের পুত্র শৌভিকের। আগেই তাঁর জামিনের বিরোধিতা করে একাধিক দাবি করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। এবার তারা জানালো, দুর্নীতির সরাসরি সুবিধাভোগী তিনি। শুধু তাই নয়, ইডির দাবি, স্কুল ও ক্লাবের মাধ্যমে নিয়োগ দুর্নীতির টাকা পাচার করেছেন শৌভিক। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এমন দাবি করে ফের তাঁর জামিনের আবেদনের বিরোধিতা করে তারা। 

এই সংক্রান্ত মামলার আগের এক শুনানিতে আদালতে ইডির দাবি ছিল, কোভিড চলাকালীন অনলাইন ক্লাসের নামে মানুষের কাছ থেকে টাকা লুঠ করার ছক কষেছিলেন শৌভিক৷ সেই লক্ষে গড়ে তোলা হয়েছিল অল বেঙ্গল টিচার ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশন নামে একটি বেসরকারি শিক্ষক সংগঠন। ওই সংগঠনের মাথায় ছিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এবং তাপস মণ্ডল। আজকের শুনানিতে ইডি বলছে, শৌভিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতির প্রত্যক্ষ সুবিধাভোগীর একজন। তাঁর অ্যাকাউন্টের মাধ্যমে ২ কোটিরও বেশি টাকা পাচার করা হয়েছে। যদিও এই ইস্যুতে প্রয়োজনীয় নথি জোগাড় করতে ঠিক কতদিন সময় লাগবে, তার স্পষ্ট ধারনা ইডি দিতে পারেনি। 

প্রসঙ্গত, ইডির তরফে আগেই জানানো হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে সামনে রেখে বেআইনিভাবে লক্ষা লক্ষা টাকা টাকা বাজার থেকে তোলা হয়েছে৷ গোটা কর্মকাণ্ড পরিচালনা করতেন শৌভিক। ক্লাস পিছু ছাত্রদের কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়া হত। বৃহস্পতিবার ফের এই মামলাটির শুনানি হবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *