ed
কলকাতা: রেশন দুর্নীতি তদন্তে আগামী দিনে যে আরও বিস্ফোরক তথ্য উঠে আসবে তার ইঙ্গিত মিলছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার আগে বাকিবুর রহমান। এবার তাদের যোগসূত্র নিয়ে বড় দাবি করতে শুরু করেছে ইডি। এর জন্য তাদের হাতিয়ার বাকিবুরের হোয়াটসঅ্যাপ চ্যাট। শুধু তাই নয়, বাকিবুরের সঙ্গে কথোপকথনেরও রেকর্ড পেয়েছে তারা, এমন দাবি করা হয়েছে। তাঁদের দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে খবর।
ইডি সূত্রে খবর, মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে রেশন বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছে। তার আগে গ্রেফতার হওয়া বাকিবুরের বাড়িতে তল্লাশি অভিযানের সময়ও একাধিক নথি মিলেছে। ইডির দাবি, জ্যোতিপ্রিয়র পরিবারের বিদেশ সফরের টিকিট কেটেছিলেন বাকিবুর। একাধিকবার বিদেশ যাত্রায় মরিশাস, আমেরিকা ঘোরা হয়েছে। ইডির আইনজীবী ফিরোজ এদুলজি বলেছেন, টিকিট কাটা বা বিদেশ যাওয়ার বিষয়টি খোদ রাজ্যের মন্ত্রীও মেনে নিয়েছেন। ট্রাভেল এজেন্টের সঙ্গে বাকিবুরের হোয়াটসঅ্যাপ চ্যাটও তাদের কাছে রয়েছে। এর পাশাপাশি এই হোয়াটসঅ্যাপ সূত্র ধরেই ইডি জানতে পেরেছে একাধিক বিপুল লেনদেনের বিষয়।
সম্প্রতি ব্যবসায়ী তথা চালকল-আটাকলের মালিক বাকিবুর রহমানকে চেনেন না বলে দাবি করেছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বাকিবুরকে তিনি কোনওদিন দেখেননি বলেও জানিয়েছিলেন। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যাটের সঙ্গে উদ্ধার হওয়া এক ডায়েরি নিয়েও জলঘোলা শুরু হয়েছে। সেখানেও জ্যোতিপ্রিয় মল্লিকের নামে লেনদেনের উল্লেখ আছে বলে জানা যায়।