Aajbikel

রেশনের ৩০ শতাংশই যেত খোলাবাজারে, বালুকে গ্রেফতারের ১০ দিন পর বিবৃতি ইডি-র

 | 
জ্যোতিপ্রিয়

কলকাতা: মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের ১০ দিন পর প্রথমবার সরকারিভাবে মুখ খুলল ইডি। জ্যোতিপ্রিয় বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ আনা হয়েছে, সে সম্পর্কে বিশদে কোনও তথ্য দেয়নি কেন্দ্রীয় এজেন্সি। তবে প্রেস বিবৃতিতে ইডি-র দাবি, পিডিএস রেশন এবং অন্ত্যোদয়ের অন্নের ৩০ শতাংশই চলে যেত খোলাবাজারে। ইডির দাবি, বাজারে সেই চাল, গম বেচে মোটা অঙ্কের মুনাফা লুটেছে মিল মালিক ও ডিস্ট্রিবিউটাররা৷


আমাদের রাজ্যের জনসংখ্যা প্রায় ১০ কোটি। এই বিপুল জনসংখ্যক নাগরিকের ৩০ শতাংশ রেশন মানে বিপুল পরিমাণ খাদ্যশস্য। ইডির দাবি, রেশনের খাদ্যশস্য খোলাবাজারে বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার হয়েছে৷  ইডি তদন্ত শুরুর আগে রাজ্য ও কলকাতা পুলিশের কাছে রেশন ব্যবস্থা এবং কৃষকদের থেকে চাল কেনার প্রক্রিয়ায় সংক্রান্ত যে দুর্নীতির অভিযোগ হয়েছিল, সেই সব অভিযোগের তদন্তও করছে ইডি।

Around The Web

Trending News

You May like