Aajbikel

ফের শহরে মিলল টাকার পাহাড়! ৪১৭ কোটি টাকা উদ্ধার করল ED

 | 
টাকা

কলকাতা:  খাস কলকাতায় ফের উদ্ধার টাকার পাহাড়৷ কলকাতা-সহ তিন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ৪১৭ কোটি টাকা উদ্ধার করল ইডি৷  মহাদেব অ্যাপ নামে অনলাইন বেটিং সংস্থার দফতরে তল্লাশি চালিয়ে এই টাকার পাহাড়ের হদিশ পান ইডি-র আধিকারিকরা।

তদন্তকারীদের একাংশের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত অভিযুক্তদের বাড়ি থেকে যে পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে, কিংবা ই-নাগেটস জাতীয় অনলাইন গেমিং সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে যত পরিমাণ টাকা উদ্ধার করেছেন তদন্তাকারীরা, তা তা ছাপিয়ে গিয়েছে এদিনের অঙ্ক! এবার ইডি-র আতশ কাচে মহাদেব অ্যাপ নামে অনলাইন বেটিং সংস্থা। এই সংস্থার সদর দফতর রয়েছেদুবাইতে। সেখানকারই বিভিন্ন ভুয়ো অ্যাকাউন্টে টাকা পাচার করা হত বলে জানতে পেরেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ এবং গোটা চক্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে এসেছে হাওয়ালা যোগের তথ্য।

তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, দুবাইয়ে বসেই প্রতারণার জাল বেছানো হয়েছিল। সেই চক্রব্যূহ ভেদ করতেই কলকাতার পাশাপাশি মুম্বই, ভোপালে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। বহু তথ্য হাতে আসার পাশাপাশি তল্লাশি চালিয়ে ৪১৭ কোটি নগদ টাকাও উদ্ধার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এছাড়াও সোনার বাঁট ও গহনাও উদ্ধার করা হয়েছে। এই অনলাইন গেমিং অ্যাপ সংস্থা ফ্র্যাঞ্চাইজি দিত। তাদের কমিশনও দেওয়া হত। তারাই মূলত বিভিন্ন শহরে জাল বিস্তার করত। মোটা অঙ্কের টাকা জেতানোর টোপ দিয়ে ফাঁদ পাতা হত৷ সেই ফাঁদে পা দিয়েই নিঃস্ব হতেন অ্যাপ ইউজাররা৷ 

Around The Web

Trending News

You May like