দরজায় তালা! সন্দীপের দুয়ার থেকেই ফিরল ED, হানা আরও তিন জায়গায়

কলকাতা: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে আগেই হানা দিয়েছিল সিবিআই। এবার কড়া নাড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা (ED raid)। শুক্রবার সকাল সাড়ে ৬টা…

Sandip Ghosh New Property ED raids Sandip Ghosh's residence (ED raid)

কলকাতা: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে আগেই হানা দিয়েছিল সিবিআই। এবার কড়া নাড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা (ED raid)। শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ সন্দীপের বেলেঘাটার বাড়িতে হাজির হন ইডির আধিকারিকেরা। তবে ভিতরে ঢুকতে পারেননি তাঁরা। সেখানে পৌঁছে দেখেন বাইরের গেটে তালা ঝুলছে। বেশ কিছুক্ষণ সেখানে অপেক্ষা করার পর গাড়ি নিয়ে সিজিও কমপ্লেক্সে ফিরে যান ইডি-র আধিকারিকরা। (ED raids Sandip Ghosh’s residence)

 

আরজি করে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন সন্দীপ। তাঁর বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সন্দীপের বাড়ি তালা বন্ধ থাকলেও, আরও তিন জনের বাড়িতে হানা দিয়েছে ইডি। আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত সূত্রেই এই অভিযান বলে খবর মিলেছে।

আরও পড়ুন-

ঘটনার পরদিনই ক্রাইম সিনের পাশে ‘সংস্কারে’র নির্দেশ!

টাকা দিতে চেয়েছিল পুলিশ, দাহ করতে চায় দ্রুত

লক্ষীর ভান্ডার-টাকা-ট্যাব বাতিল! 

মেয়েদের বাঁচাতে না পারলে ‘কন্যাশ্রী’-‘রূপশ্রী’র মতো প্রকল্প অর্থহীন

RG Kar : আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না!

বামেদের মতোই কি হাল হচ্ছে তৃণমূলের?

 Bengal: ED conducts raids at the residence of Sandip Ghosh, former principal of RG Kar Medical College, in connection with a financial corruption scandal. ED raids Sandip Ghosh’s residence.