Aajbikel

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীর বাড়িতে আয়কর হানা, সঙ্গে এল ইডি

 | 
কৃষ্ণ কল্যাণী

 রায়গঞ্জ: বুধবার সকালে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদিন সকাল সকাল বিধায়কের বাড়িতে হাজির হন ইডি আধিকারিকরা। একটি দল পৌঁছয় তাঁর অফিসে৷ জানা যাচ্ছে, কৃষ্ণের ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহ করতেই এই অভিযান। তবে শুধু ইডি নন, ওই অভিযানে ইডি-র সঙ্গে রয়েছেন আয়কর দফতরের আধিকারিকরাও। প্রসঙ্গত, খাতায় কলমে কৃষ্ণ বিজেপি বিধায়ক৷ কিন্তু, পরে তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে৷ 

এর আগে একাধিকবার রায়গঞ্জের বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি, আয়কর ফাঁকির অভিযোগ উঠেছে। তিনি বিজেপিতে থাকাকালীন তাঁর বিরুদ্ধে সোচ্চার হয়ছিলেন জেলার তৃণমূল নেতা কানাইলাল আগরওয়াল। এমনকী কৃষ্ণের বিরুদ্ধে জেলাশাসকের দ্বারস্থও হয়েছিলেন তিনি। পরবর্তীতে ফুল বদল করেন কৃষ্ণ কল্যাণী। কানাইলাল আগরওয়ালের আপত্তি সত্ত্বেও তাঁকে দলে নেওয়া হয়৷ 

কৃষ্ণ কল্যানী বাড়ি

জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি কৃষ্ণ একজন ব্যবসায়ী৷ তাঁর একাধিক ব্যবসা রয়েছে। ওই ব্যবসা সংক্রান্ত  তথ্য জানতেই এদিন বিধায়ক কৃষ্ণ কল্যানীর বাড়ি ও অফিসে হানা দেয় ইডি। তাঁর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ইডি ও আয়কর হানা নিয়ে বিধায়কের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে তৃণমূল নেতৃত্বের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই অভিযান। তাঁদের বক্তব্য, এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি রায়গঞ্জ ঘুরে গিয়েছেন। তৃণমূলে নবজোয়ার কর্মসূচি ঘিরে মানুষের সমর্থন তাঁরা দেখেছে। আর এ সব দেখেই ভয় পেয়েছে বিজেপি। তাই কেন্দ্রীয় তদন্তকারীদের পাঠিয়ে ভয় দেখানোর চেষ্ট করছে। যদিও তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির।

Around The Web

Trending News

You May like