Aajbikel

সাতসকালে 'কালীঘাটের কাকু'র বাড়িতে ইডি, অভিযানে নেমেছে মোট ১০ টিম

 | 
কালীঘাটের কাকু

কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্তে নেতা-মন্ত্রীদের পাশাপাশি নাম উঠে আসে সুজয়কৃষ্ণ ভদ্রের যিনি 'কালীঘাটের কাকু' নামে পরিচিতি পাচ্ছেন। তাঁর বাড়িতে কয়েক সপ্তাহ আগে সিবিআই হানা দিয়েছিল। এবার হানা দিল ইডি। শনিবার বেলায় তৃণমূল নেতা  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে তলব করেছে সিবিআই, তার আগে সাতসকালে এই ব্যক্তির বাড়িতে পৌঁছে গেলেন ইডির আধিকারিকরা। তবে জানা গিয়েছে, শুধু তাঁর বাড়ি নয়, মোট ১০টি টিম বিভিন্ন জায়গায় অভিযানে নেমেছে। 

এদিন সকাল ছ’টা নাগাদ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র বাড়িতে ইডি চলে যায় বলে সূত্রের খবর। তাঁকে কার্যত ঘুম থেকে তুলে তল্লাশি শুরু করে তারা। ফ্ল্যাটের পাশাপাশি বেহালায় তাঁর অফিসেও তল্লাশি চলছে। এছাড়া কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় ইডি এই অভিযান চালিয়েছে। কিন্তু আচমকা শনিবারই কেন তাঁর বাড়িতে তল্লাশি চালানো হল? আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মচারী এই 'কালীঘাটের কাকু'। তাঁর মুখে একাধিকবার অভিষেকের নামও শোনা গিয়েছে। এদিকে ধৃত কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে তো তাঁর নাম আছেই। দুই ঘটনা মেলানোর চেষ্টা করছে বিশেষজ্ঞ মহল।

 

কুন্তল ঘোষের চিঠি মামলায় ইডি এবং সিবিআই প্রয়োজনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করতে পারে, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এরপরই সিবিআই তলব পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হাজিরা প্রসঙ্গেই তাঁর বক্তব্য, ‘তৃণমূলের নবজোয়ার যাত্রা’কে থমকে দিতেই এই নোটিস পাঠানো হয়েছে।

Around The Web

Trending News

You May like