রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস, সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে ED

রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস, সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে ED

কলকাতা: দেশের শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুক আউট নোটিস জারির ইস্যুতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে তারা। শীর্ষ আদালত এই ইস্যুতে যা জানতে চেয়েছে তার যথাযথ উত্তর ইডির আধিকারিকরা দিতে পারেননি। এই মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার। 

রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে ইডি। কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এর আগে আদালতের অনুমতি নিয়ে বিদেশযাত্রা করে নির্দিষ্ট সময়ে ফিরে এসেছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তার পরেও কেন রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হল? এই নিয়ে ইডিকে একাধিক প্রশ্ন করে শীর্ষ আদালত। এছাড়া আদালত এও জানতে চায় যে, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পরিবার বিদেশে থাকে, তাই সেখানে যাওয়ার আগে বিমানবন্দরে তাঁকে আটকানো হয়েছিল কেন। কিন্তু ইডির তরফ থেকে তার জবাব দেওয়া যায়নি। বরং তারা এই নিয়ে আরও সময় চেয়েছে।

এদিকে আজই ফের একবার বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ইডিকে তাঁর বিদেশ সফরের বিশদ জানিয়ে একটি চিঠি দিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত তার কোনও রকম উত্তর আসেনি। তাই তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়ে বিদেশ সফরের অনুমতি চেয়েছেন। আগামী ৮ আগস্ট তাঁর চোখের চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − five =