ঘুষ-কাণ্ডে পিএফ কর্তার ৩ কোটির সম্পত্তি দখল ইডি’র

কলকাতা: ইডির হানায় বিপাকে কলকাতা প্রভিডেন্ট ফান্ডের অ্যাসিস্ট্যান্ট কমিশনার৷ শহরে তাঁর প্রায় ৩ কোটি টাকার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ কিন্তু, কেন এই পদক্ষেপ? সূত্রের খবর, পিএফের পার্কস্টিটের অফিসে থাকাকালীন ছয় থেকে সাত কোটি টাকা ঘুষ নিয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাকেশ সিং৷ এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে৷ ওই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি তাঁর বাড়িতে হানা দেয়

c8f92789805331bce519abce88faedf6

ঘুষ-কাণ্ডে পিএফ কর্তার ৩ কোটির সম্পত্তি দখল ইডি’র

কলকাতা: ইডির হানায় বিপাকে কলকাতা প্রভিডেন্ট ফান্ডের অ্যাসিস্ট্যান্ট কমিশনার৷ শহরে তাঁর প্রায় ৩ কোটি টাকার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

কিন্তু, কেন এই পদক্ষেপ? সূত্রের খবর, পিএফের পার্কস্টিটের অফিসে থাকাকালীন ছয় থেকে সাত কোটি টাকা ঘুষ নিয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাকেশ সিং৷ এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে৷ ওই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি তাঁর বাড়িতে হানা দেয় ইডি৷ তাঁর বাড়ি থেকে মিলেছে বহু নথি৷ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

জানা গিয়েছে, টাকার বিনিময়ে বহু অনৈতিক কাজ করেছেন তিনি৷ শুধু তাই নয়, তাঁকে ওই কাজে সাহায্য করেছে একটি চক্র৷ এভাবেই তিনি আয় করেছেন বিপুল টাকা৷ সেই টাকায় কলকাতার বিভিন্ন জায়গায় বাড়ি সহ জমি সম্পত্তি কিনেছেন তিনি৷ মঙ্গলবার তাঁর বাড়ি, গাড়ি মিলিয়ে প্রায় তিন কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট৷ তদন্ত সংস্থা সূত্রে খবর, খুব শীঘ্রই তাঁকে জেরা করবে ইডি৷ জানতে চাওয়া হবে, তাঁর ওই অর্থনৈতিক কর্মকাণ্ডে আর কারা কারা জড়িত? কত টাকা লেনদেন হয়েছিল তাঁর আমলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *