লকারে কেষ্টর কালীপ্রতিমার ৮০০ ভরি গয়না, বোলপুরের সেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এবার ইডি হানা

লকারে কেষ্টর কালীপ্রতিমার ৮০০ ভরি গয়না, বোলপুরের সেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এবার ইডি হানা

কলকাতা: অনুব্রত জমানায় বীরভূমে তৃণমূলের দলীয় কার্যালয়ে ফি বছর মহাসমারোহে কালীপুজোর আয়োজন করা হত৷ মাতৃপ্রতিমাকে বিপুল সোনার অলঙ্কারে সাজাতেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি৷

কালীপ্রতিমার সেই অলঙ্কার যেখানে রয়েছে, সেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় এবার হানা দিল ইডি৷ জানা গিয়েছে, ওই গয়নার বিষয়ে খোঁজখবর নিতেই বোলপুরের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় গিয়েছেন ইডি আধিকারিকেরা। ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা৷ 

বুধবার বেলা ১২টা নাগাদ বোলপুরের ওই ব্যাঙ্কে পৌঁছন ইডি আধিকারিকরা৷ ভিতরে ঢুকে ব্যাঙ্ককর্মী এবং আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেন তাঁরা৷ খতিয়ে দেখেন কাগজপত্র৷ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার সময়ও এই গয়না নিয়ে প্রশ্ন উঠেছিল। এই মুহূর্তে যখন দিল্লির তিহাড় জেলে বন্দি কেষ্ট৷ লোকসভা ভোটের আগে আবারও গহনা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করল  ইডি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =