কলকাতা: এবার ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিল ইডির আধিকারিকরা। বুধবার বেলা ১২টার কিছু ক্ষণ আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রথতলা এলাকার ওই অভিজাত আবাসনে পৌঁছে যান তদন্তকারী অফিসাররা। তবে ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় চাবির খোঁজ করছে ইডি।
আরও পড়ুন- অস্থায়ী লকআপে নেই শৌচালয়, বদলেছে খাবার সময়, কী ভাবে দিন কাটালেন পার্থ?
বেলঘরিয়ার রথতলা এলাকায় একটি অভিজাত আবাসনের ন’তলায় রয়েছে অর্পিতার ফ্ল্যাট৷ সেখানেই আজ সকালে হানা দেয় ইডি। কিন্তু অফিসাররা গিয়ে দেখেন ফ্ল্যাটের দরজা বন্ধ৷ তাই ভিতরে ঢুকতে পারেননি তদন্তকারীরা৷ এর পরেই তাঁরা চাবির খোঁজ করতে শুরু করেন। আবাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন। ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাট খোলা যায় কি না সেই চিন্তাভাবনা করছেন আধিকারিকরা।
ইডি সূত্রের খবর, বুধবার আরও বেশ কিছু জায়গায় তল্লাশি অভিযান চালানো হবে৷ গত শুক্রবার টালিগঞ্জের অভিজাত আবাসন ডামন্ডসিটি সিটিতে অর্পিতার ফ্ল্যাটে হানা দিয়ে প্রায় ২২ কোটি টাকা নগদ উদ্ধার করে ইডি। তদন্তে জানা যায়, একাধিক ফ্ল্যাট রয়েছে অর্পিতার নামে। তার মধ্যেই একটি বেলঘড়িয়ার এই ফ্ল্যাট৷
মঙ্গলবার পার্থ ও অর্পিতাকে দফায় দফায় জেরা করে ইডি। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এই মামলার রেশ ধরেই বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা বলে মনে করা হচ্ছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>