Aajbikel

নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের ১২টি পুরসভাকে নোটিস ED-র, জেরা অয়ন শীলের হিসাব রক্ষককে

 | 
ইডি

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের ১২টি পুরসভাকে নোটিস পাঠাল ইডি। বুধবার ডায়মন্ডহারবার পুরসভাকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে নোটিস পাঠিয়েছিল ইডি। সেই তালিকায় জুড়ে গেল রাজ্যের আরও ১১ টি পুরসভার নাম।


২০১৬ সালে ডায়মন্ডহারবার পুরসভায় কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। পরের বছর, অর্থাৎ ২০১৭ সালে ১৭ জন প্রার্থী পুরসভায় কাজে যোগ দেন। কিন্তু অভিযোগ, চাকরির পরীক্ষায় দুর্নীতি হয়েছে৷ ঘটনার তদন্তে নামে ইডি। সঠিক ভাবে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়েছে কিনা তা জানতে ইডির পক্ষ থেকে ডায়মন্ডহারবার পুরসভাকে নোটিস দেওয়া হয়।

স্কুলে নিয়োগ মামলার তদন্তে নেমে পুরসভায় নিয়োগ দুর্নীতির প্রমাণ খুঁজে পান কেন্দ্রীয় তদন্তকারীরা। দেখা গিয়েছে, স্কুল নিয়োগ মামলায় যাঁদের নাম উঠে আসছে, তাঁদের কাছেই রয়েছে পুরসভার নিয়োগ পরীক্ষার দিস্তা দিস্তা ওএমআর শিট। অভিযুক্তরা কেউ ব্যবসায়ী, কেউ আবার এজেন্ট। এঁদের কাছে পুরসভার নিয়োগের ওএমআর শিট কী করে এল, সে বিষয়ে তদন্ত শুরু হতেই ধীরে ধীরে প্রকাশ্যে আসে একের পর এক তথ্য। দেখা যায় স্কুলে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির সঙ্গেই এক সূত্রে বাঁধা পুরনিয়োগে অনিয়মের ঘটনা। মামলা দায়ের হতেই শুরু হয় তদন্ত। গত কয়েক মাসে নতুন কোনও তথ্যের কথা জানায়নি ইডি। বৃহস্পতিবার নতুন করে এ নিয়ে তৎপর হতে দেখা গেল।
 

ইডি সূত্রে খবর, যে ১২টি পুরসভার কাছে নথি তলব করা হয়েথে, তার মধ্যে রয়েছে দমদম, কামারহাটি, পানিহাটির মতো কলকাতা সংলগ্ন এলাকাগুলির পুরসভাও৷ ইডি ওই পুরসভা কর্তৃপক্ষকে বলেছে, ২০১৪ সাল থেকে সমস্ত নিয়োগের তথ্য পাঠাতে হবে। এক সপ্তাহের মধ্যে ওই তথ্য এবং যাবতীয় নথি পাঠাতে হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে৷ 

Around The Web

Trending News

You May like