ইডির নজরে ‘বন্দি’ বালু এবং ‘কাকু’! এসএসকেএমে কী ভাবে পাহারা দুই ধৃতকে?

ইডির নজরে ‘বন্দি’ বালু এবং ‘কাকু’! এসএসকেএমে কী ভাবে পাহারা দুই ধৃতকে?

কলকাতা: পৃথক দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর হাতে গ্রেফতার হয়েছিলেন তাঁরা৷ তবে ঘটনাচক্রে তাঁরা দু’জনেই এখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন৷ তবে রেশন দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু এবং নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র উপরে কড়া নজরদারি রয়েছে ইডি-র। সরকারি হাসপাতালে এই দুই অভিযুক্তকে নজরবন্দি করার জন্য ভিন্ন দু’টি উপায় বার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

বর্তমানে সুজয়কৃষ্ণ ভর্তি রয়েছেন এসএসকেএমের হৃদ্‌রোগ বিভাগের ইনটেনসিভ করোনারি কেয়ার ইউনিট (আইসিসিইউ)-এ৷ তাঁর কেবিনের বাইরে কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ-এর জওয়ানদের পাহারায় রাখা হয়েছে। অন্য দিকে, এসএসকেএমেরই আইসিইউতে চিকিৎসাধীন জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের বাইরে লাগানো হয়েছে সিসি ক্যামেরা৷ আদালতের নির্দেশেই এই ক্যামেরা বসিয়েছে ইডি। কে বা কারা জ্যোতিপ্রিয়ের সঙ্গে হাসপাতালে দেখা করতে আসছেন, তার সব খবরই পেয়ে যাচ্ছেন ইডি-র আধিকারিকরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *