কোথায় আছে কত সম্পত্তি? নারদকাণ্ডে ফিরহাদ-মুকুলকে নোটিস ইডি’র

কোথায় আছে কত সম্পত্তি? নারদকাণ্ডে ফিরহাদ-মুকুলকে নোটিস ইডি’র

কলকাতা: ফের অস্বস্তিতে শাসক তৃণমূল৷ দলবদলে ঠেলায় বিপাকে গেরুয়া শিবির৷ নারদকাণ্ডে এবার ইডির নজরে ফের তৃণমূল ও বিরোধী বিজেপির প্রভাবশালীরা৷ ইডি সূত্রের খবর, নারদকাণ্ডে অভিযুক্তদের সম্পত্তির তথ্য চেয়ে নোটিশ পাঠানো হয়েছে৷ নারদকাণ্ডে অভিযুক্তদের ইমেল মারফত নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর৷

লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে কিছুটা হলেও থেমে গিয়েছিল নারদকেলেঙ্কারির তদন্ত৷ অন্যান্য চিটফান্ড তদন্ত প্রক্রিয়াও থেমে৷ বদলি হয়ে গিয়েছিলেন সিবিআইয়ের বেশ কয়েকজন আধিকারিক৷ এবার করোনা আবহের মধ্যেই তৃণমূল ও বিজেপির অস্বস্তি বাড়িয়ে নারদকাণ্ডে অভিযুক্তদের ইমেল মারফত নোটিশ পাঠাল ইডি৷

ইডি সূত্রে খবর, নারদকাণ্ডে যে ১৪ জনের নামে এফআইআর করা হয়েছিল, তার মধ্যে সুলতান আহমেদ প্রয়াত৷ বাকি ১৩ জনের মধ্যে শোভন চট্টোপাধ্যায় বাদে বাকি ১২ জনকে নতুন করে ইমেল মারফত নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর৷ সূত্রের খবর, শোভন চট্টোপাধ্যায়ের কাছ থেকে সম্পত্তির নথি সংগ্রহ করা হয়ে গিয়েছে৷ ফলে তাঁকে আপাতত আর ডারা হয়নি৷ বাকিদের ক্ষেত্রে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সম্পত্তি সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে বলে সূত্রের খবর৷

এতদিন ধরে নারদের তদন্তকারী আধিকারিকরা স্ট্রিং অপারেশনে ফুটেজে যাঁদের টাকা নিতে দেখেছেন, তাঁরা কত টাকা নিয়েছিলেন, কেন টাকা নিয়েছিলেন, সেই সমস্ত বিষয়ে তদন্ত করেছিলেন৷ কিন্তু এখন নতুন করে অভিযুক্তদের আয়ের উৎস ও সম্পত্তির তালিকা হয়েছে সূত্রের খবর৷ অভিযুক্তদের প্রত্যেকেরই বেনামী সম্পত্তি ও আয়বহির্ভূত সম্পদ আছে বলেও জানতে পারেছেন তদন্তকারীরা৷ ইমেল করে বিজেপি নেতা মুকুল রায়-সহ তৃণমূলের শীর্ষ স্তরে থাকা নেতাদের থেকে তথ্য চাওয়া হয়েছে বলে খবর৷ গত সাত বছরে তাঁদের আয় কী ছিল, তাঁদের পরিবারের বাকি সদস্যদের আয়, কোথায় কী সম্পত্তি রয়েছে, তা বিস্তারিত তালিকা ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে বলা হয়েছে৷

নোটিশ পেয়েছি, প্রতিহিংসার রাজনীতি বলে সংবাদমাধ্যমে অভিযোগ তুলেছেন ফিরহাদ হাকিম৷ কোন নোটিশ পাইনি বলেও সংবাদমাধ্যমে সাফ জানিয়ে দিয়েছেন সুব্রত, শুভেন্দু, মুকুল রায়৷ এই নিয়ে এখনই কিছু বলবো না বলে সংবাদমাধ্যমে  জানিয়েছেন অপরুপা পদ্দার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − two =