Aajbikel

উলটপুরাণ! অভিষেকের অফিসে ফাইল ডাউনলোড মামলা এবার রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে ইডি

 | 
হাইকোর্ট

কলকাতা:  এবার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কিন্তু কেন এই উলটপুরাণ? 

বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা৷ রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এর ৪৮ ঘণ্টার মধ্যে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে যায় ইডি৷ অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউনডসের দফতর থেকে ১৬ টি ফাইল ডাউনলোড করাকে কেন্দ্র করে তদন্তকারী আধিকারিকদের হেনস্থা করছে কলকাতা পুলিশ। তথ্য চেয়ে বারবার ইমেইল পাঠানো হচ্ছে। সেই কারণেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী অফিসারদের রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। 

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমেরিকায় গিয়েছিলেন চোখের চিকিৎসা করাতে৷ তিনি কলকাতায়  ফিরতেই তাঁর সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি-র গোয়েন্দারা। সেই সময়েই অভিষেকের অফিসের একটি কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করেন এক অভিসার৷ এই ঘটনায় লালবাজারে অভিযোগ জানান লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার এক অ্যাকাউন্ট্যান্ট। তাঁর অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে লালবাজার।


নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাটির শুনানি চলছে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এদিন এ বিষয়ে বিচারপতি সিনহার দৃষ্টি আকর্ষণ করেন ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী। তিনি বলেন, লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস থেকে ১৬টি ফাইল ডাউনলোড করাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের নির্দেশ ছিল, ওই ১৬টি ফাইলকে কোন ভাবে প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করা যাবে না। এর পরেও ওই ১৬টি ফাইলকে কেন্দ্র করে দায়ের হওয়া জেনারেল ডাইরির ভিত্তিতে তদন্ত শুরু করেছে লালবাজার। এখন তদন্তের নামে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত ইডি অফিসারদের অকারণ হেনস্তা করছে কলকাতা পুলিশ। বিভিন্ন সময়ে তাদের ফোন করা হচ্ছে, ইমেইল পাঠিয়ে তথ্য চাওয়া হচ্ছে। এর ফলে তদন্তে বাঝা আসছে। সে কারণেই রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছে ইডি৷ 

Around The Web

Trending News

You May like