Aajbikel

এসএসকেএম কেন ‘কালীঘাটের কাকু’? জেল কর্তৃপক্ষের কাছে জবাব তলব করল ইডি

 | 
কালীঘাটের কাকু

কলকাতা: অস্ত্রোপচারের দু’মাস পরেও হাসপাতালে ভর্তি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র৷ ঠিক কী কারণে এতদিন হাসপাতালে রয়েছেন তিনি? কী চিকিৎসা চলছে তাঁর? এই সব প্রশ্নের উত্তর পেতেও বুধবার এসএসকেএম-এ হানা দিয়েছিল ইডি৷ এবার প্রেসিডেন্সি জেলে চিঠি পাঠাল কেন্দ্রীয় সংস্থা। জেলে সুজয়কৃষ্ণর শরীর কেমন ছিল তা জানতে চাইলেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ তাদের প্রশ্ন, জেলে থাকাকালীন তড়িঘড়ি কেন সুজয়কৃষ্ণকে ভর্তি করা হল এসএসকেএম-এ? 

সূত্রের খবর, প্রেসিডেন্সি জেলের পাশাপাশি এসএসকেএম কর্তৃপক্ষকেও একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে ‘কালীঘাটের কাকু’-র শারীরিক অবস্থার কথা জানতে চাওয়া হয়েছে। হাসপাতালে তাঁর কী কী চিকিৎসা করা হচ্ছে। তিনি এখন কেমন আছেন তাও জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষর থেকে জানতে চাওয়া হয়েছে, কোন সমস্যার জন্য কী পরিস্থিতিতে সুজয়কৃষ্ণকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হল? কেন এসএসকেএম-এই ভর্তি করা হল, সেই প্রশ্নও করা হয়েছে৷ 

প্রসঙ্গত, বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু। যদিও কলকাতার এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করান তিনি। হাসপাতাল থেকে জেলে ফেরার পরই নতুন করে বুকে ব্যথা অনুভব করেন সুজয়৷ এর পরেই তাঁকে এসএসকেএম-এ ভর্তি করা হয়৷ 

Around The Web

Trending News

You May like