Aajbikel

মিলল আরও এক ডায়েরির খোঁজ, জানা গেল কীভাবে চুরি গিয়েছে রেশন

 | 
ইডি ডায়েরি

কলকাতা: রেশন কেলেঙ্কারির তদন্তে নেমে মিলল আরও এক ডায়েরির হদিশ৷ মেরুন ডায়েরি, তিনটি নোটবুকের পর ইডির হাতে এল আরও একটা ডায়েরি৷ রেশনকাণ্ডে ধৃত বাকিবুর রহমান ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর কাছে থেকে ওই ডায়েরি উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর। ইডির জেরার মুখে ওই ব্যবসায়ী জানিয়েছেন, বাকিবুরের নির্দেশ মেনেই একাধিক গমকলে  আটা ভাঙানোর পর সরকারি খাদ্যসামগ্রী থেকে ২০ থেকে ৩০ শতাংশ খোলা বাজারে বিক্রির জন্য সরিয়ে ফেলা হতো।

সূত্রের খবর, ওই ডায়েরিতে রয়েছে লেনদেনের হিসাব৷ রয়েছে একাধিক গমকলের তালিকা৷ গম থেকে আটা তৈরি হওয়ার পর তা খোলা বাজারে বিক্রির আগে প্যাকেটজাত করার জন্য পাঠানো হত সেখানে। কোথায় কোথায় এই প্যাকেজিং করা হতো, তার বেশ কিছু সন্ধান মিলেছে ওই ডায়েরি থেকেই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, প্যাকেজিংয়ের পর চুরি হওয়া এই আটাই খোলা বাজারে চড়া দামে বিক্রি করা হতো৷ সেই টাকার লভ্যাংশ পৌঁছে যেত বাকিবুর ও তাঁর সহযোগীদের কাছে। ডায়েরির পাতায় লুকানো রয়েছে বেশ কয়েকজন মিল মালিক, প্যাকেজিং সংস্থার নাম৷ যাঁদের সন্ধানে  রয়েছে ইডি। 

Around The Web

Trending News

You May like