ed
কলকাতা: ১৯ দিন পর ফের রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির ইডি৷ তালা ভেঙে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ঢুকে তল্লাশি অভিযান চালাচ্ছেন আধিকারিকরা। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে এদিন ‘রণসজ্জায়’ সজ্জিত হয়ে শাহজাহানের ঘরের তালা ভাঙেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ একের পর এক ঘরে ঢুকে কার্যত চিরুনি তল্লাশি চালান তাঁরা। সুটকেস খুলে, আলমারির তালা ভেঙে তল্লাশি চলে৷ তালঝাক চলে চিলেকোঠার তাকেও। সূত্রের খবর, জামাকাপড় ছাড়া এখনও পর্যন্ত শাহজাহানের বাড়ি থেকে উল্লেখযোগ্য কোনও কিছু উদ্ধার হয়নি। একটি আলমারির পাল্লা আগে থেকেই খোলা ছিল। বাকি আলমারিগুলিতে শুধুই জামাকাপড়৷
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির ‘বাদশা’ শাহজাহান শেখের বাড়িতে তালা ভাঙতে গিয়ে মার খেতে হয়েছিল ইডি আধিকারিকদের। ওই দিন থেকেই বেপাত্তা তৃণমূল নেতা। তাঁর হদিশ পেতে এবং কে বা কারা ওই বাড়িতে আসা যাওয়া করছে সেদিকে উপর নজর দিতে আদালতের নির্দেশে গত ১৬ জানুয়ারি শাহজাহানের বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা বসানো হয়। তবে কি সিসিটিভি ক্যামেরা বসানোর আগেই বাড়ি থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলা হয়েছে? এ ব্যাপারে নিশ্চিত হতে আজই সিসিটিভি ক্যামেরার ছবি খতিয়ে দেখার জন্য আদালতে আবেদন জানাবে ইডি৷