Aajbikel

অয়ন-পুত্রের ‘বান্ধবী’ ইমনের ১ কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ইডি

 | 
অয়ন ইমন

কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আরও সম্পত্তির হদিস পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ধৃত হুগলির ব্যবসায়ী অয়ন শীলের ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়ের ১ কোটি টাকার সম্পত্তির হদিস পেলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

 

 

দিন কয়েক আগে দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইমনকে তলব করেছিল ইডি। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করেন তদন্তকারী অফিসাররা। সেই সময়ই ইমনের সম্পত্তির খতিয়ান উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর। কী করে এত কম বয়সে তিনি এত সম্পত্তির মালিক হলেন ইমনকে সেই ব্যখ্যা দিতে বলেছেন গোয়েন্দারা। তদন্তকারীরা মনে করছেন নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের কালো টাকা সাদা করা হয়েছে অভিষেক ও তাঁর বান্ধবী ইমনের বিভিন্ন সংস্থার মাধ্যমে৷।

 


গত ১৯ মার্চ নিয়োগ দুর্নীতিকাণ্ডে অয়নকে গ্রেফতার করে ইডি৷ সেই সূত্র ধরেই উঠে আসে অয়নের স্ত্রী কাকলি, ছেলে অভিষেক, ছেলের বান্ধবী ইমন ও কামারহাটি পুরসভার কর্মী শ্বেতা চক্রবর্তীর নাম৷ সেই সঙ্গে ইডি জানায়, এই মামলায় তাঁদের বিশেষ নজর রয়েছে অয়ন শীলের ছেলে অভিষেক ও তাঁর বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়ের উপর। এমনকী  ইমনের বাবা বিভাস গঙ্গোপাধ্যায়ের উপরেও নজর রাখছে ইডি। তিনি নগর উন্নয়ন দফতরের পদস্থ কর্তা ছিলেন৷

ইমন এবং অভিষেক যৌথ মালিকানায় একটি পেট্রল পাম্প কিনেছিলেন বলে হলফনামায় জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। শুধু তাই নয়, কলকাতায় বন্ডেল রোডের উপরে অভিষেক এবং ইমনের যৌথ মালিকানায় একটি ফার্মও রয়েছে। তার নাম ‘ফসিল্‌স’। অয়নের দুর্নীতির কালো টাকা ব্যবহার করেই এই সব সম্পত্তি কেনা হয়েছে বলে দাবি করেছেন তদন্তকারীরা। এই আবহে এ বার ইমনের সম্পত্তির হদিস পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


 

Around The Web

Trending News

You May like