Aajbikel

নিয়োগকাণ্ডে ৭ জনের বিরুদ্ধে চার্জশিট ইডির, তালিকায় শান্তনু, অয়ন

 | 
santanu_ayan

কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে সোমবার মোট সাত জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। এদের মধ্যে রয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অয়ন শীল। শান্তনুর গ্রেফতারির ৫৯ দিন পর এবং অয়নের গ্রেফতারির ৪৯ দিন পর চার্জশিট পেশ করল কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা। জানা গিয়েছে, মোট ১১৩ পাতার চার্জশিট পেশ করা হয়েছে এবং তাতে সাক্ষী হিসেবে নাম আছে ৩৪ জনের। আলিপুরের নগর দায়রা আদালতে এদিন এই চার্জশিট ফাইল করে ইডি। 

যে সাত জনের নাম আছে তাদের মধ্যে মূলত শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অয়ন শীলের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ। ইডি জানিয়েছে, শান্তনুর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৩০০ চাকরিপ্রার্থীর তালিকা। এছাড়া ২৬ জনকে চাকরি পাইয়ে দিতে তিনি প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন বলেও ইডি দাবি করেছে আদালতে। এমনকি ইডির আইনজীবী আদালতে এও জানিয়েছেন যে, একটি সংস্থাকে প্রভাব খাটিয়ে টেন্ডার এবং কাজ পাইয়ে দিয়েছিলেন শান্তনু। পরে নিজের কালো টাকা সরাতে সেই সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করেন তিনি। পাশাপাশি দিনমজুরদের মজুরি দেওয়ার জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেখান থেকেই টাকা লেনদেন করেছেন তিনি, এমন দাবি।

অন্যদিকে, অয়ন শীলের অফিস থেকে একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত নথি পাওয়া গিয়েছে। তিনি সরাসরি পুরসভা দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে ইডির তরফে। তাদের নজরে যে অয়নের পুত্র এবং পুত্রের বান্ধবীও আছে তা আগেই জানা গিয়েছে। তবে ইডির এখন দাবি, শুধু নিয়োগ দুর্নীতি নয়, একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত এরা।  

Around The Web

Trending News

You May like