রেশন তদন্তে সন্দেশখালিতে ইডি, তালা ভেঙে ঢুকল শাহজাহানের ঘরে

রেশন তদন্তে সন্দেশখালিতে ইডি, তালা ভেঙে ঢুকল শাহজাহানের ঘরে

ed

সন্দেশখালি: রেশন দুর্নীতির তদন্তে গিয়ে উত্তর ২৪ পরগণার সন্দেশখালিতে মার খেতে হয়েছিল ইডি আধিকারিকদের৷ ১৮ দিন পর সেই সন্দেশখালিতে ফের হানা দিল ইডি৷ তালা ভেঙেই শাহজাহান শেখের বাড়িতে ঢুকলেন আধিকারিকরা৷ দু’জন চাবিওয়ালাকে সঙ্গে নিয়ে আসা হয়৷ ৭টা ৪৫ মিনিট নাগাদ তালা খুলে ভিতরে ঢোকে ইডি৷ 

৫টি গাড়িতে ১২৫ জনেরও বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে সন্দেশখালি পৌঁছন সাত জনের একটি দল৷ তবে পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পুরোদস্তুর প্রস্তুতি নিয়েই এদিন সন্দেশখালিতে আসেন ইডি আধিকারিকরা৷ শাহজাহানের বাড়ি বাইরে থেকে ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। জওয়ানদের সঙ্গে রয়েছে কাঁদানে গ্যাস। মোতায়েন করা হয়েছে ন্যাজাট থানার পুলিশও৷ শাহজাহানের বাড়ির মূল দরজার সামনে পাহারা দিচ্ছে রাজ্য পুলিশ। ভিডিওগ্রাফার-সহ মোট ১৩ জন শাহজাহানের বাড়ির ভেতরে ঢুকেছেন বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =