২০১১ সাল থেকেই দুর্নীতির ছক! জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে দাবি ইডির

কলকাতা: স্ত্রী, কন্যা তো বটেই, শ্যালক এবং শাশুড়িকেও রেশন দুর্নীতির মধ্যে জড়িয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সম্প্রতি এমনই দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। কিন্তু এই দুর্নীতির শুরু কবে? সেই সম্পর্কেও বড় দাবি করল তারা। ইডির বক্তব্য, তৃণমূল সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই দুর্নীতির ছক কষা শুরু হয়েছিল। এতএব ২০১১ সাল থেকেই রেশন দুর্নীতির পরিকল্পনা বলে দাবি তাদের।
ইডি জানিয়েছে, অবৈধ উপায়ে পাওয়া টাকাকে বৈধ করতে ভুয়ো সংস্থা খুলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে জানা গিয়েছে, ভুয়ো তিন সংস্থায় বিভিন্ন সময়ে ডিরেক্টর পদে ছিলেন মন্ত্রীর কন্যা, স্ত্রী্ একই সঙ্গে শ্যালক এবং শাশুড়িও। ইডি দাবি করেছে, ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত একটি ভুয়ো সংস্থায় ডিরেক্টর ছিলেন জ্যোতিপ্রিয়র শাশুড়ি। ওই সংস্থাতেই ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত ডিরেক্টর পদে ছিলেন তাঁর শ্যালক। তার আগে তিনি আবার মন্ত্রীর শাশুড়ির সংস্থার পদেও ছিলেন। মাঝের সময়ে একই সংস্থায় দুজন একই সময়ে ডিরেক্টর পদে আসীন ছিলেন।
তদন্তকারীরা মনে করছে, ২০১১ সাল থেকেই দুর্নীতি কী ভাবে হবে তার ছক বেঁধে ফেলা হয়েছিল। সেই মতো প্রমাণও এখন মিলেছে বলে দাবি করা হচ্ছে ইডির তরফে। আপাতত রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে চলেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু৷ তিনি ডায়াবিটিসে আক্রান্ত। এছাড়াও নানা শারীরিক সমস্যা রয়েছে৷