ed
কলকাতা: ইডির হাতে গ্রেফতার হয়ে এখন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলবন্দি। কিন্তু তিনি জানিয়েছেন, কাশি আর শ্বাসকষ্টে ভুগছেন, পক্ষাঘাতের আশঙ্কাও আছে। তাই তিনি হাসপাতালে ভর্তি হওয়ার আর্জিও জানিয়েছেন। কিন্তু এরই মধ্যে ইডি তাঁর নামে যা যা অভিযোগ আনছে তাতে উত্তাপ আরও বাড়ছে এই মামলায়। রেশন দুর্নীতির টাকা লেনদেনে রাজ্যের মন্ত্রী নিজের শ্যালক এবং শাশুড়িকেও ব্যবহার করেছিলেন বলে দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। তাদের এই দাবি ঘিরে তোলপাড়।
সূত্রের খবর, ইডি হদিশ পেয়েছে দুর্নীতির টাকা অন্য খাতে বিনিয়োগ করতে স্ত্রী, কন্যা তো বটেই, শ্যালক এবং শাশুড়িকেও জড়িয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়া অবৈধ উপায়ে পাওয়া টাকাকে বৈধ করতে ভুয়ো সংস্থাও খুলেছিলেন তিনি। যার সঙ্গে যোগ আছে সেই ব্যবসায়ী বাকিবুর রহমানেরও। ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল, এমনই ভুয়ো তিন সংস্থায় বিভিন্ন সময়ে ডিরেক্টর পদে ছিলেন মন্ত্রীর কন্যা এবং স্ত্রী। এখন জানা গিয়েছে, তিনটি সংস্থায় বিভিন্ন সময়ে ডিরেক্টর পদে ছিলেন জ্যোতিপ্রিয়ের শ্যালক এবং শাশুড়িও। যদিও এই তিন সংস্থা চালানোর কথা এখনও পর্যন্ত স্বীকার করেননি জ্যোতিপ্রিয় মল্লিক।
প্রসঙ্গত, আপাতত রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে চলেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু৷ তিনি ডায়াবিটিসে আক্রান্ত। এছাড়াও নানা শারীরিক সমস্যা রয়েছে৷ বর্তমানে কাশি এবং শ্বাসকষ্টের সমস্যায় জেরবার।