এসএসসি দুর্নীতি-কাণ্ডে রাজসাক্ষী হওয়ার আর্জি অর্পিতার, চার্জশিটে দাবি ইডি-র

এসএসসি দুর্নীতি-কাণ্ডে রাজসাক্ষী হওয়ার আর্জি অর্পিতার, চার্জশিটে দাবি ইডি-র

66c29379321dd6a91f9a8f9ac8e2bb75

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় কার্যত রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছেন৷ এমনটাই উল্লেখ করা হয়েছে ইডি-র চার্জশিটে৷ গ্রেফতারের ৫৮ দিনের মাথায় গত সোমবার বিশেষ আদালতে চার্জশিট পেশ করে ইডি৷ ওই চার্জশিটে তদন্তকারীরা আরও জানিয়েছেন, সন্তান দত্তক নিতে চেয়েছিলেন অর্পিতা। সেই বিষয়ে আপত্তি ছিল না পার্থ চট্টোপাধ্যায়েরও৷ দিয়েছিলেন ‘নো-অবজেকশন’ সার্টিফিকেট৷ 

আরও পড়ুন- ‘মা হতে চেয়েছিলেন অর্পিতা! ‘আপত্তি নেই’ জানিয়েছিলেন পার্থ, বিস্ফোরক দাবি ED-র চার্জশিটে

ইডি-র চার্জশিটে দাবি করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর বিভিন্ন কোম্পানিতে তাঁর নামে থাকা শেয়ার অর্পিতার নামে হস্তান্তর করা হয়েছিল। পার্থ-ঘনিষ্ঠ এক হিসাবরক্ষক নাকি তাঁকে চাপ দিয়ে শেয়ার হস্তান্তরে রাজি করিয়েছিলেন৷ তেমনটাই লিখিত বয়ানে জানিয়েছেন অর্পিতা। ওই হিসাবরক্ষক তাঁকে বুঝিয়েছিলেন, ‘পার্থর মেয়ে বিদেশে থাকেন। তিনি কলকাতায় ফিরলে ওই শেয়ার তাঁর নামে হস্তান্তর করে দেওয়া হবে। আপাতত অর্পিতার নামে হস্তান্তর করা হচ্ছে।’

ইডির আরও  দাবি, মা হতে চেয়েছিলেন অর্পিতা৷ সন্তান দত্তক নিতে চেয়েছিলেন তিনি৷ সেই সংক্রান্ত একটি সুপারিশপত্রও পাওয়া গিয়েছে অর্পিতার ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে। সেই সুপারিশপত্রে ছিল পার্থের সই। অর্পিতার ওই দত্তক নেওয়ার ক্ষেত্রে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা অনাপত্তি শংসাপত্র দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী৷ এই বিষয়ে তিনি জানান, ‘জনপ্রতিনিধি হিসেবে অনেককেই এধরনের সার্টিফিকেট দিতে হয়’৷