Aajbikel

‘দিস ইজ নট দি এন্ড!’ গরু পাচারকাণ্ডে আরও গ্রেফতারি হবে, আদালতে দাবি ইডির

 | 
অনুব্রত সুকন্যা সায়গল

নয়াদিল্লি: ‘দিস ইজ নট দি এন্ড!’ এখানেই শেষ নয়! অন্যভাবে বলতে গেলে, ছবি এখনও বাকি৷ গরুপাচার মামলায় তেমনই দাবি করল ইডি৷  

গরু পাচার চক্রের কিংপিন এনামুল হক ছাড়াও এখনও পর্যন্ত এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন, সতীশ কুমার, সায়গল হোসেন  অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যা সুকন্যা মণ্ডল এবং মণীশ কোঠারি৷ কিন্তু, ইডি বলছে এতেই শেষ নয়৷ গরু পাচারের তদন্তে আরও গ্রেফতারি হতে চলেছে। ইডি-র আইনজীবী নীতেশ রাণা দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে বলেন, গরু পাচারের তদন্ত অনেক দূর এগিয়ে গিয়েছে। পুরোদস্তুর তদন্ত চলছে। গ্রেফতারির পর্ব এখনও শেষ হয়নি৷ আরও গ্রেফতারি হবে।


ইডি যখন আদালতে অনুব্রত-সুকন্যাদের পরেও আরও গ্রেফতারির ইঙ্গিত দিচ্ছে, তখন কেষ্টর প্রার্থনা, তাঁর মেয়ে সুকন্যা যেন দ্রুত জামিন পেয়ে যান। আগামী ১২ মে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সুকন্যার জামিনের শুনানি রয়েছে। সোমবার অনুব্রত আদালত চত্বরে সাংবাদিকদের সামনে বলেছেন, ‘‘ঈশ্বর যেন জামিনটা করিয়ে দেন।’’ 


অনুব্রত নিজেও তিহাড় জেল থেকে আসানসোল সংশোধনাগারে ফিরতে চেয়ে রাউস অ্যাভিনিউ কোর্ট আবেদন জানিয়েছেন৷ ওঅ আদালতে ঝুলে রয়েছে তাঁর জামিনের আর্জিও৷ তবে এ বার দিল্লি হাই কোর্টে জামিনের আবেদন জানিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আইনজীবী৷ ১ জুন হবে শুনানি৷ অনুব্রত আদালতে জানিয়েছেন, তাঁর শরীর আরও খারাপ হয়ে গিয়েছে। শ্বাসকষ্ট রয়েছে, বুকে ব্যথাও হচ্ছে। 

সোমবার গরু পাচার মামলার মূল অভিযুক্ত এনামুল হক, সতীশ কুমার, সায়গল হোসেন, অনুব্রত মণ্ডলদের দিল্লির বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল। গত ডিসেম্বর মাসে গরু পাচার মামলায় চার্জশিট দেয় ইডি৷ পরে আরও তিনটি অতিরিক্ত চার্জশিট পেশ করেছে। এনামুল, বিনয় ও বিকাশ মিশ্র, বিএসএফ অফিসার সতীশ কুমার, অনুব্রত ও কন্যা সুকন্যা মণ্ডল-সহ মোট ১২ জন অভিযুক্ত এবং এনামুল-অনুব্রতদের ১৪টি সংস্থার নাম উল্লেখ করা  হয়েছে ওই চার্জশিটে।

 
 

Around The Web

Trending News

You May like