কলকাতা: নিয়োগ মামলায় ধৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে টলিউডের যে যোগ আছে তা আগেই দাবি করা হয়েছিল। অভিনেতা বনি সেনগুপ্ত থেকে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের নাম উঠে আসে। এবার আদালতে বিস্ফোরক দাবি করল ইডি। তারা জানাচ্ছে, টলিউডের সঙ্গেও দুর্নীতির যোগ আছে, কুন্তলের ২ টি অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি টাকার লেনদেন হয়েছে।
আরও পড়ুন-শুনানির পর রায়দান স্থগিত, পঞ্চায়েত ভোট নিয়ে ধোঁয়াশা যাচ্ছেই না
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, কুন্তল ঘোষের ২টি অ্যাকাউন্ট থেকে যে টাকা টলিউডে গিয়েছে তা একাধিক অভিনেতা এবং অভিনেত্রীদের অ্যাকাউন্টেও পৌঁছেছে। ইডির আরও দাবি, পার্টনারশিপ ফার্ম তৈরি করে শর্ট ফিল্ম তৈরির জন্য বিনিয়োগ করা হয়েছিল। ইতিমধ্যেই বনি সেনগুপ্ত এবং সোমা চক্রবর্তী প্রায় ১ কোটি টাকা ফেরত দিয়েছেন। কিন্তু বাকি টাকা কোথায় এবং কাদের কাছে, সেই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী সংস্থা। আরও বড় প্রশ্ন হল, এই কোটি কোটি টাকার উৎস কী? যদিও এই বিষয়ে কোনও রকম সদুত্তর দিতে পারেননি খোদ গ্রেফতার হওয়া তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”দুর্নীতির দায় ঝাড়তে মরিয়া পার্থ? Partha Chatterjee puts all blame on Board” width=”853″>
এদিন ব্যাঙ্কশাল আদালতে এই মামলার শুনানিতে কুন্তল ঘোষের আইনজীবীর উদ্দেশ্যে বিচারক বলেন, ৫০টি গাড়ি, বাড়ি করতেই পারে কেউ, কিন্তু টাকা উৎস বলতে হবে। অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ঢুকলেও তার উৎস জানাতে হবে। এখন অবশ্য ইডি এই নিয়ে তদন্ত শুরু করবে যে টালিগঞ্জের যারা টাকা পেয়েছেন তারা কি সব জেনে টাকা নিয়েছিলেন নাকি অজান্তেই। বনি বা সোমা কিন্তু দাবি করেছেন যে তারা কিছু না বুঝেই টাকা নিয়েছিলেন। সেই টাকা তারা ফেরত দিয়েছেন আজই।