কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর গোটা রাজ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল কারণ নারদ মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায় সহ বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়। পরবর্তী ক্ষেত্রে তারা জামিন পেয়েছিলেন, কিন্তু এখন আবার এই মামলায় সক্রিয় হয়ে উঠেছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় চার্জশিট জমা দিয়েছে তারা। তবে তাৎপর্যপূর্ণ ব্যাপার, এই চার্জশিটে নাম নেই শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের। যদিও তাদের বিরুদ্ধে তদন্তের আর্জি জানানো হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- মাস্ক ছাড়া রাস্তায়? আজ থেকে শহরজুড়ে কড়া অভিযান
সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। অন্যদিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হচ্ছে শোভন চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে। সিবিআই আগেই এই মামলার চার্জশিট পেশ করেছে, এবার চার্জশিট জমা করেছে ইডি। তারা আগামী ১৬ নভেম্বর রাজ্যের মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ করতে চায়। এর পাশাপাশি তদন্তের স্বার্থে তারা জিজ্ঞাসাবাদ করতে চাইছে শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কেও। তাদেরকেও সমন পাঠানো হয়েছে বলে খবর। নারদ মামলায় আগেই সিবিআই গ্রেফতার করেছিল রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায় সহ বিধায়ক মদন মিত্র, প্রাক্তন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে। এদিকে গ্রেফতার করা হয়েছিল তৎকালীন এসপি এস এম এইচ মির্জাকে। এদের সকলের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে সিবিআইয়ের তরফে।
আরও পড়ুন- চন্দনার বিরহে ‘দেবদাস’ কৃষ্ণ! ফের হাসপাতালে ভর্তি হলেন BJP বিধায়কের দ্বিতীয় স্বামী
গ্রেফতারির সময় থেকেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছিল যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ মতো এই কাজ করেছে সিবিআই। তাদের স্পষ্ট বক্তব্য ছিল, বাংলার নির্বাচনের রায় মানতে পারছে না বিজেপি। সেই কারণে প্রতিহিংসার জন্য এই ঘটনা ঘটাচ্ছে। এর পাশাপাশি এই একই মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না সেই বিষয় নিয়েও প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস।