কলকাতা: নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নতুন আইনজীবী শুনানির প্রথম দিনেই কার্যত বোমা ফাটালেন। ইডি তাঁর মক্কেলের বিরুদ্ধে যে যে অভিযোগ এনেছে তার সবই ভুয়ো এবং কাল্পনিক বলে দাবি করলেন তিনি। একই সঙ্গে তাঁর দাবি, পার্থ চট্টোপাধ্যায় নির্দোষ, তাঁর বিরুদ্ধে যা অভিযোগ আছে তার ভিত নড়বড়ে। দিল্লির এই আইনজীবী, শামসুদ্দিন শামস বৃহস্পতিবারই প্রথম পার্থের হয়ে সওয়াল করলেন কলকাতার নগর দায়রা আদালতে।
এদিন আদালতে শুনানিতে ইডির দাবির প্রেক্ষিতে পাল্টা একাধিক যুক্তি দেন শামস। তিনি বলেন, গ্রেফতারির দিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ৩২ ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর অনেক টালবাহানা করে নথি দেখায় ইডি। সিজার মেমো স্বাক্ষর নিয়ে পার্থর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে, এদিকে তল্লাশির ক্ষেত্রে ইডি নিয়মই মানেনই। আইনজীবী আরও দাবি করেন, তাঁর মক্কেলের বাড়ি থেকে কোনও নগদ অর্থ বা গয়না উদ্ধার হয়নি। আবার সাক্ষীদের আনা হয়েছিল ব্যাঙ্ক থেকে। তাদের স্বতন্ত্র ব্যক্তি বলা যায় না। এখানেই না থেমে তাঁর আরও যুক্তি, কোনও এক ব্যক্তির কাছ থেকে ৫০ কোটি টাকা পাওয়া গিয়েছে, কিন্তু ইডির কাছে এখনও পর্যন্ত কোনও প্রমাণ নেই যে টাকা পার্থ চট্টোপাধ্যায়েরই।
কিন্তু পার্থর বাড়ি থেকে যে নথি উদ্ধার হয়েছে সেগুলির কী হবে? এক্ষেত্রেও তাঁর নতুন আইনজীবীর বক্তব্য, উনি মন্ত্রী ছিলেন। অনেকেই কাগজ দিয়ে যেত। তাতে কিছু অ্যাডমিট কার্ড বা অন্য নথি থাকতেই পারে। এর থেকে এটা প্রমাণ হয় না যে তিনি দুর্নীতিতে যুক্ত। এছাড়াও ইডির মামলাকে কাল্পনিক বলে তিনি এও দাবি করেন, গোয়েন্দা সংস্থার গোটা মামলাই শুধু বক্তব্য নির্ভর। পোক্ত কোনও ইস্যু নেই তাঁদের কাছে।