নির্দেশ না মানলেই অভিষেকের বিরুদ্ধে পদক্ষেপ! ইডিকে স্পষ্টত বলল হাইকোর্ট

নির্দেশ না মানলেই অভিষেকের বিরুদ্ধে পদক্ষেপ! ইডিকে স্পষ্টত বলল হাইকোর্ট

ed

কলকাতা: নিয়োগ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নথি সংক্রান্ত শুনানিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, ১০ অক্টোবর অর্থাৎ আজকের মধ্যে ইডিকে নথি জমা দিতে হবে। কিন্তু সন্ধ্যে পর্যন্ত কোনও নথি তাঁর তরফে জমা পড়েনি বলে আদালতে দাবি করেছে ইডি। তবে ই-মেইল মারফত তারা কিছু পাবে কিনা, তা এখনও জানানো হয়নি। এই আবহে আদালত স্পষ্ট জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আদালতের নির্দেশ না মানেন, তবে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে ইডি।

১০ অক্টোবর ইডির চাওয়া সব নথি জমা দিতে হত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, আদালতের নির্দেশ না মানলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে ইডি। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে গিয়ে কোনও লাভ হয়নি তাঁর। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, ইডি যে যে নথি চেয়েছে সব তাদের কাছে জমা দিতে হবে। আদালত এও বলেছিল, জমা দেওয়া নথিতে ইডি যদি সন্তুষ্ট না হয়, তবে তাঁকে হাজিরা দিতে বলতে পারে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিষেকের তরফে কোনও নথি জমা পড়েনি ইডি দফতরে। 

আদালতের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, আজ রাত ১২টা পর্যন্ত সময় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সময় রয়েছে ইডির কাছে নথি জমা দেওয়ার। তার মধ্যে নথি জমা দিতে না পারলে একক বেঞ্চের নির্দেশ অনুসারে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে ইডি। এখন দেখা যাক, নির্দিষ্ট সময়ের আগে কিছু ঘটে কিনা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *