Aajbikel

একটু সুস্থ হলেই হাসপাতাল বদল হবে জ্যোতিপ্রিয়র, চিকিৎসার খরচ তাঁরই

 | 
jyoti

কলকাতা: রেশন দুর্নীতি ইস্যুতে গ্রেফতার হওয়া রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আপাতত বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি। শুক্রবার আদালতে শুনানি চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর তাঁকে চিকিৎসার জন্য তাঁর পছন্দের হাসপাতালে যাওয়া হয়। তবে আদালতের নির্দেশ, বেসরকারি হাসপাতালে সুস্থ বোধ করলে মন্ত্রীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে পারবে ইডি। তবে চিকিৎসার সব খরচ দিতে হবে জ্যোতিপ্রিয় মল্লিককেই। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁর ১০ দিনের ইডি হেফাজত শুরু হবে। 

বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকে গ্রেফতার করার পর রাজ্যের মন্ত্রীকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তারপর আদালতে পেশ করা হয় তাঁকে। এই পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু শুনানি চলাকালীন আচমকা অসুস্থ বোধ করেন তিনি এবং চেয়ারে বসে পড়েন। ভরা এজলাসেই অজ্ঞান হয়ে পড়ে যান বনমন্ত্রী। বমি শুরু হয়। এরপরই তাঁকে আদালত থেকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও প্রাথমিক রিপোর্টে খুব খারাপ কিছু পাওয়া যায়নি। কিন্তু জানা গিয়েছে, তাঁর সুগারের সমস্যা বেড়েছে। মাথা ঘোরা, বমি বমি ভাব এবং শারীরিক দুর্বলতা রয়েছে। 

ইডি সূত্রে খবর, মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে রেশন বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছে। তার আগে গ্রেফতার হওয়া বাকিবুর রহমানের বাড়িতে তল্লাশি অভিযানের সময়ও একাধিক নথি মিলেছে। জানা গিয়েছে, হেফাজতে নেওয়ার পর দুজনকে একসঙ্গে বসিয়ে জেরা করার ভাবনা আছে ইডির। আপাতত অপেক্ষা করা হচ্ছে মন্ত্রীর সুস্থ হয়ে ওঠার।  

Around The Web

Trending News

You May like