Aajbikel

গার্ডেনরিচে উদ্ধার অন্তত ৭ কোটি, আনা হল নোট গোনার মেশিন

 | 
ED

কলকাতা: ফের উদ্ধার টাকার পাহাড়৷ সেই টাকা দিয়েই লেখা হল ‘ইডি’৷ শনিবার গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে নগদ ৭ কোটি টাকা উদ্ধার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা৷ নিসার আলি নামে ওই ব্যবসায়ীর  খাটের নীচে থরে থরে সাজানো ছিল নোটের বান্ডিল৷ নিসার মোবাইলে প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত বলে সূত্রের খবর৷ হিসাব বহির্ভূত একাধিক সম্পত্তির হদিশ মিলেছে তার৷ 

আরও পড়ুন- “মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস করে বারবার ঠকতে চাইনা,’’ নয়া পর্ষদ সভাপতিকে খোলা চিঠি চাকরিপার্থীদের


শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে পরিবহণ ব্যবসায়ী নিসার আহমেদ খানের বাড়িতে হানা দেয় ইডি। শুরু হয় তল্লাশি অভিযান। সূত্রের খবর, তল্লাশি শুরুর ঘণ্টা তিনেক পর গার্ডেনরিচে ওই পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে ৫০০ ও ২০০০ টাকার এক গুচ্ছ নোটের বান্ডিল উদ্ধার হয়৷  জানা গিয়েছে, পরিবহণ ব্যবসার পাশাপাশি আমদানি-রফতানিরও ব্যবসা রয়েছে নিসারের। শেষ পাওয়া খবর অনুযায়ী ওই পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে ৭ কোটি টাকা উদ্ধার হয়েছে। তবে টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।  


স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, নিসার খানের পরিবহণ ব্যবসা রয়েছে বলেই তাঁরা জানতেন। এর বাইরে আর কী কী কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তা কারও জানা ছিল না৷ তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হতেই তাজ্জব প্রতিবেশীরা৷ 

একটি প্রেস বিজ্ঞপ্তিতে ইডির তরফে জানানো হয়, নিসারের ছেলে আমির খানের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় একটি প্রতারণা অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, আমির-সহ একাধিক ব্যক্তির একটি মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে অনেকের সঙ্গে প্রতারণা করেছেন৷ এ বিষয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে মামলাও রুজু করা হয়। সেই মামলার তদন্তে নেমেই শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। নিসারের বাড়ি থেকে উদ্ধার হয় নগদ প্রায় ৭ কোটি৷ 

Around The Web

Trending News

You May like