Aajbikel

২৬ জনের চাকরির 'দাম' ১ কোটির বেশি! দিনমজুরদের অ্যাকাউন্টও ব্যবহার করেন শান্তনু, বলছে ইডি

 | 
santanu

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক দাবি করল ইডি। প্রাইমারি ও আপার প্রাইমারির চাকরিপ্রার্থী ২৬ জনকে চাকরি করে দিয়েছেন তিনি, আর এর বদলে নিয়েছেন ১ কোটি ৪০ লক্ষ টাকা! শুধু তাই নয়, ইডি এও দাবি করেছে, নিজের কালো টাকা সাদা করার জন্য দিনমজুরদের অ্যাকাউন্টও ব্যবহার করেছিলেন তিনি। তবে টাকার অঙ্কের হিসেব যে এখানেই শেষ হবে না তা স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। 

এদিন ইডি দাবি করে, স্ত্রী, নিজের আত্মীয় এবং ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন শান্তনু। এছাড়াও তাঁর আরও অ্যাকাউন্টের প্রয়োজন ছিল। তাই দিনমজুরদের অ্যাকাউন্টও ব্যবহার করতেন তিনি। গোয়েন্দারা জানাচ্ছেন, একপ্রকার জোর করেই দিনমজুরদের দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছিলেন শান্তনু। তাঁদের দিয়ে জোর করে চেকবুকে সই করিয়ে নিতেন। তারপর তাদের অ্যাকাউন্টে কী লেনদেন হত তা তারা কেউই জানতে পারতেন না। এইভাবেই নিজের দুর্নীতির কালো টাকা লুকিয়ে রাখতেন তিনি। 

এখানেই কারসাজি শেষ নয় শান্তনুর। আরও জানা গিয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক কোম্পানিকে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন শান্তনু। পরে সেই কোম্পানির অ্যাকাউন্টকেও ব্যবহার করতেন তিনি। নিয়োগ দুর্নীতিতে অন্য এক তৃণমূল নেতা (বর্তমানে বহিষ্কৃত) কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পরই উঠে আসে এই শান্তনু বন্দ্যোপাধ্যায়ে নাম৷ এর আগে অন্য অভিযুক্ত তাপস মণ্ডলের মুখেও শোনা গিয়েছিল তাঁর নাম৷ এরপর দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন এই যুব নেতা।  

Around The Web

Trending News

You May like