২৬ জনের চাকরির ‘দাম’ ১ কোটির বেশি! দিনমজুরদের অ্যাকাউন্টও ব্যবহার করেন শান্তনু, বলছে ইডি

২৬ জনের চাকরির ‘দাম’ ১ কোটির বেশি! দিনমজুরদের অ্যাকাউন্টও ব্যবহার করেন শান্তনু, বলছে ইডি

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক দাবি করল ইডি। প্রাইমারি ও আপার প্রাইমারির চাকরিপ্রার্থী ২৬ জনকে চাকরি করে দিয়েছেন তিনি, আর এর বদলে নিয়েছেন ১ কোটি ৪০ লক্ষ টাকা! শুধু তাই নয়, ইডি এও দাবি করেছে, নিজের কালো টাকা সাদা করার জন্য দিনমজুরদের অ্যাকাউন্টও ব্যবহার করেছিলেন তিনি। তবে টাকার অঙ্কের হিসেব যে এখানেই শেষ হবে না তা স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। 

এদিন ইডি দাবি করে, স্ত্রী, নিজের আত্মীয় এবং ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন শান্তনু। এছাড়াও তাঁর আরও অ্যাকাউন্টের প্রয়োজন ছিল। তাই দিনমজুরদের অ্যাকাউন্টও ব্যবহার করতেন তিনি। গোয়েন্দারা জানাচ্ছেন, একপ্রকার জোর করেই দিনমজুরদের দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছিলেন শান্তনু। তাঁদের দিয়ে জোর করে চেকবুকে সই করিয়ে নিতেন। তারপর তাদের অ্যাকাউন্টে কী লেনদেন হত তা তারা কেউই জানতে পারতেন না। এইভাবেই নিজের দুর্নীতির কালো টাকা লুকিয়ে রাখতেন তিনি।