কলকাতা: গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে কেষ্টর হিসাবরক্ষক মণীশ কোঠারির যাবতীয় সম্পত্তিও। ফ্রিজ করা হয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির ২৫টি ব্যাংক অ্য়াকাউন্ট। এর আগে অনুব্রত মণ্ডলের ১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল সিবিআই।
গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রতর বর্তমান ঠিকানা দিল্লির তিহাড় জেল৷ একই জেলে রয়েছেন তাঁর কন্যা সুকন্যাও। মণীশ কোঠারি, সায়গল হোসেনও তিহাড়ের বাসিন্দা। তদন্তকারী সংস্থার দাবি, গত কয়েক বছরে বিপুল পরিমাণ সম্পত্তি বেড়েছে অনুব্রতর। যার অধিকাংশই কেনা হয়েছিল তাঁর স্ত্রী ও কন্যার নামে। অনুব্রতর স্ত্রী ও মেয়ের নামে থাকা সেই সব সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। জানা গিয়েছে, কেষ্টর মোট ১১ কোটি ২৬ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে প্রচুর জমিজমা ছাড়াও রয়েছে শিবশম্ভু ও ভোলে ব্যোম রাইস মিল। এছাড়াও অনুব্রতর একাধিক অস্থাবর সম্পত্তিও অ্যাটাচ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷
ইডি সূত্রে খবর, অনুব্রতর ২৫টি ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তবে সব কটি অনুব্রতর নামে নয়৷ কিথু অ্যাকাউন্ট রয়েছে সুকন্য়ার নামেও। সেই সব অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা রাখা ছিল। সব টাকা ফ্রিজ করা হয়েছে বলেই সূত্রের খবর। এর পাশাপাশি কেষ্টর হিসাবরক্ষক মণীশ কোঠারির ২৫ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিপূর্বে সিবিআইও অনুব্রতর সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>