বাংলাদেশে পালিয়েছে শাহজাহান শেখ! অনুমান ইডি-র, বিএসএফ-কে ‘সতর্ক’ থাকার নির্দেশ

বাংলাদেশে পালিয়েছে শাহজাহান শেখ! অনুমান ইডি-র, বিএসএফ-কে ‘সতর্ক’ থাকার নির্দেশ

কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলায় শুক্রবার রাতে গ্রেফতার হয়েছেন বনগাঁর প্রাক্তন পুর চেয়ারম্যান শঙ্কর আঢ্য৷ একই দিনে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হনা দিয়ে রক্তাক্ত হতে হয় ইডি-র কর্তাদের৷ খোঁজ মেলেনি তৃণমূল নেতারও৷ ইডি-র অনুমান, সম্ভবত বাংলাদেশে গা ঢাকা দিয়েছেন শাহজাহান। রেশন দুর্নীতি মামলায় ইডি-র নজরে থাকা শাহজাহানের খোঁজ করতে আইবি এবং বিএসএফের সাহায্য নেওয়া হচ্ছে বলেও ইডি সূত্রে খবর। কোনও ভাবেই যাতে শাহজাহান পালাতে না পারে তা নিশ্চিত করতে উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকাগুলিতে প্রহরারত বিএসএফকে সতর্ক থাকতে বলা হয়েছে। ইডি আধিকারিকরা যখন সরবেড়িয়ার বাড়িতে কড়া নাড়ে, তখন শাহজাহান মোটর বাইকে করে পালিয়ে যান বলে স্থানীয় একটি সূত্রে খবর। চারিদিকে তাঁর খোঁজ শুরু হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *