পর্ষদের অফিসে এবার যাবে সিবিআই, ইডি! বিরাট নির্দেশ হাইকোর্টের

পর্ষদের অফিসে এবার যাবে সিবিআই, ইডি! বিরাট নির্দেশ হাইকোর্টের

ed

কলকাতা: ওএমআর শিট ইস্যু নিয়ে কার্যত তোলপাড় চলছে। এই ইস্যুতেই সম্প্রতি ইডি এবং সিবিআইকে ‘ধমক’ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এই মামলায় আপাতত বিরাট নির্দেশ দিলেন অন্য বিচারপতি। বৃহস্পতিবার অমৃতা সিনহা জানিয়েছেন, নিয়োগ মামলার তদন্তে সিবিআই এবং ইডির আধিকারিকরা প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে গিয়ে তদন্ত করবে। তাদের সব রকম সাহায্য করতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। 

ওএমআর শিট সংক্রান্ত মামলাকারী শান্তনু শিটের আইনজীবী গতকাল আদালতে জানিয়েছিলেন, ওএমআর শিটের অনেক তথ্যে ভুল আছে। তাই পর্যদ আদালতে যে তথ্য দিচ্ছে, তা বিশ্বাসযোগ্য হবে কী করে, সেই প্রশ্ন তোলেন তিনি। আজও এই ইস্যুতে কার্যত একই প্রশ্ন বিচারপতিরও। কারা বেআইনি ভাবে নিয়োগ পেয়েছে এবং বিষয়টি যাচাই হল কী করে, তা জানতে চেয়েছেন তিনি। আর তার জন্যই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তাঁর নির্দেশ, চাকরিপ্রার্থীদের উত্তরপত্র ডিজিটাইজ়ড করার সিদ্ধান্ত কে নিয়েছে, কেন নিয়েছে, তা খতিয়ে দেখতে হবে। আগামী ১০ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। 

এমনিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের তদন্ত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। মঙ্গলবারই তিনি তিরস্কার করে বলেছিলেন, সিবিআইয়ের পারফরম্যান্স খুবই খারাপ। তারা ‘ফেল’ করেছে সারা ভারতবর্ষ জানুক। আর বুধবার বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে টাকার লেনদেন হয়েছে সেই বিষয়ে প্রয়োজনীয় প্রশ্ন জিজ্ঞাসাবাদই করেনি সিবিআই। পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা যোগ্য নয়, যারা পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের জিজ্ঞাসাবাদে তেমন কোনও সদর্থক প্রশ্নই নেই। এখন দেখা যাক, পর্ষদের অফিসে গিয়ে কী তথ্য পায় তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =