অভিষেক নিয়ে কুন্তলের চিঠি মামলায় রিপোর্ট জমা দিল ইডি-সিবিআই, রায়দান স্থগিত

অভিষেক নিয়ে কুন্তলের চিঠি মামলায় রিপোর্ট জমা দিল ইডি-সিবিআই, রায়দান স্থগিত

dafb97183bac090ff38680f18642a9e2

কলকাতা: নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট থেকে স্বস্তি পাননি, তাঁকে কোনও রকম রক্ষাকবচ দেয়নি আদালত। বরং এদিন হাইকোর্টের নির্দেশে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করল সিবিআই ও ইডি। এই মামলার শুনানি শেষে আপাতত রায়দান স্থগিত রাখা হয়েছে। তবে এই সপ্তাহেই রায়দান হতে পারে বলে জানা গিয়েছে। 

কুন্তল ঘোষ বারবার দাবি করেছেন যে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা তাঁকে জোর করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে। এই প্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডি-সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন যে তারা চাইল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারেন। কিন্তু টিভি সাক্ষাৎকার ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে এই মামলা সরে যায় বিচারপতির কাছ থেকে। তবে মামলা হাতে পাওয়া বিচারপতি অমৃতা সিনহা আগের রায়ই বহাল রেখেছিলেন। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অব্যাহতি চাইলেও তা মেলেনি।